7
মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনের কাউন্সেলর (শ্রম) মো: সোহেল পারভেজ মালদ্বীপের মালে জেল এ আটক প্রবাসী বাংলাদেশীদের সাথে সাক্ষাত করেন
গত ১৩ ফেব্রুয়ারি মালদ্বীপের মালে জেল এ আটক প্রবাসী বাংলাদেশীদের সাথে এই সাক্ষাত করেন। এসময় তিনি কারাগারে বন্দি প্রবাসী বাংলাদেশীদের স্বাস্থ্য, মামলার অগ্রগতি,পরিবারের সাথে যোগাযোগ,আহার ইত্যাদি বিষয়ে খোঁজ নেন।
অতঃপর তিনি কারাগারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে বন্দিদের বিভিন্ন সুযোগ সুবিধার বিষয়ে আলোচনা করেন।
এসময় মিশনের কল্যাণ সহকারী আল মামুন পাঠান উপস্থিত ছিলেন।