সত্যের সন্ধানে আমরা বিশ্ব জুড়ে
মালদ্বীপ প্রতিনিধি।ভিডিও নিউজ দেখতে সাবস্ক্রাইব করুন এএনবি২৪ ইউটিউব চ্যানেল।
সোমবার ৯ জানুয়ারী আনুমানিক সকাল ৫ টার সময় মালদ্বীপের রাজধানী মালে সিটির বাঙালি মার্কেট নামে ক্ষ্যত নীলন ফিহারা/পুরাতন মার্কেটে বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এই অগ্নিকাণ্ডের ঘটনায় মালে সিটি কাউন্সিলের অভিবাসী শ্রমিকদের আবাসস্থল ব্লকে ছড়িয়ে পড়া আগুনে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের জন্য এই রিপোর্ট লেখা পর্যন্ত স্থানীয় সময় রাত ৯ টার পরে হুলোহুলো মালে রাতের জন্য অস্থায়ী ভাবে বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে বলে সরজমিনে গিয়ে জানা যায় । নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রবাসী বাংলাদেশী বলেন,কৃতিপক্ষের অবহেলার কারনে আজ রাত ১০ টা পর্যন্ত ও আমাদের জন্য বাসস্থানের ব্যাবস্থা করা হয়নি।
বাংলাদেশি শ্রমিকদের আগুন লাগার পর থেকে রিপোর্ট লেখা পর্যন্ত মালে শহরে ইমাদুদ্দিন স্কুল মাঠে রাখা হয়েছে।মোট ২০২ সিটি কাউন্সিল কর্মীদের মধ্যে কোনো হতাহত হাওয়ার খবর পাওয়া যাইনি। ঘটনার পর দ্রুত আবাসস্থলে থাকা প্রবাসীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। তবে আবাসস্থলে থাকা প্রবাসী বাংলাদেশিদের আসবাপত্র, কাপর-চোপর,পাসপোর্ট মালদ্বিভিয়ান রুপিয়া, ইউএস ডলার, মোবাইলসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
সিটি কাউন্সিলের মুখপাত্র স্থানীয় গণমাধ্যমকে বলেছে যে কর্তৃপক্ষ শ্রমিকদের জন্য বিকল্প বাসস্থানের ব্যবস্থা করার জন্য কাজ করছে। মালদ্বীপ সহ সব খবর জানতে, এখানে ক্লিক করে এএনবি২৪ ডট নেট ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ।
মালের মেয়র বলেন, সোমবার সকালে নগর পরিষদ পরিকল্পনা মন্ত্রণালয়, যুব মন্ত্রণালয় এবং জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে (এনডিএমএ) কে অনুরোধ করেছিলো এখন পর্যন্ত তারা কোনো ব্যবস্থা করতে পারেনি।
মেয়ের আরও বলেন যে(এনডিএমএ) হুলোহুলো মালে শ্রমিকদের বাসস্থানের ব্যবস্থা করার জন্য কাজ করছে।মেয়ের বলেন এই মুহূর্তে কাউন্সিলের সবচেয়ে অগ্রাধিকার দিয়ে কাজ করছে তাদের খাদ্য সরবরাহ করা নিয়ে। আরও পড়ুন,মালদ্বীপে পুরাতন মালামাল বেচাকেনা বাজারে আগুন প্রবাসী বাংলাদেশীরা ক্ষতিগ্রস্ত। ।
সোমবার সকাল ৫ টার সময় নীলন ফিহারায় আগুন লাগে। সাড়ে ৭টার দিকে পুলিশ, এমএনডিএফ ও সাধারণ নাগরিকদের যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
উল্লেখ, মালদ্বীপের রাজধানী মালে নীলন ফিহারা/পুরাতন মার্কেটে বড় অগ্নিকাণ্ডের ঘটনা নতুন নয়। ২০১৫ এবং ১৭ সালে ও এই মার্কেটপ্লেসে আগুন লেগেছিল। কর্তৃপক্ষ উভয় ক্ষেত্রেই ইচ্ছাকৃত ভাবে আগুন লাগানো হয়েছে বলে সন্দেহ করেছে।
আরও পড়ুনঃঃ রেমিট্যান্স যোদ্ধা লিটন নিখোঁজ মালদ্বীপে,স্থানীয় ব্যক্তি রিমান্ডে অনেকবার সিটি কাউন্সিল জোরপূর্বক বন্ধ করা সত্ত্বেও বাজারটি পুনরায় খোলার পরপরই সর্বশেষ আগুনের ঘটনা ঘটে।
এএনবি২৪ ডট নেট নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে । তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি