গতকাল সোমবার (৭, নবেম্বর) স্থানীয় সময় রাত ১০ টার সময় মালদ্বীপ বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক আলোচনা সভা দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মালদ্বীপ বিএনপির সাধারন সম্পাদক জহিরুল ইসলাম এর সঞ্চালনায়, আলোচনা সভায় সভাপতিত্ব করেন মালদ্বীপ বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান।
পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়।বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে শহীদের আত্মার মাগফেরাত কামনা এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সুস্থতা,দেশ-জাতি ও প্রবাসীদের কল্যাণে দোয়া করা হয়।কুরআন তেলওয়াত দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মো. মাসুম বিল্লাহ।
আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন সিনিয়র সহ-সভাপতি মেহের রানা, সহ সভাপতি মো. বাবুল হোসেন, সহ সভাপতি মো. ফারুক, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম, যুগ্ম সম্পাদক রবিউল আলম, সাংগঠনিক সম্পাদক মো.রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক, মো. খলিলুর রহমান সহ অসংখ্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের এছাড়াও উপস্থিত ছিলেন,শামিম, এনামুল, হালিম,জয়নাল এবং বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ ও মালদ্বীপ যুবদল সহ অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ।