Home প্রবাস মালদ্বীপ বিএনপির উদ্যোগে ৫৩তম স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

মালদ্বীপ বিএনপির উদ্যোগে ৫৩তম স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস ২৬ মার্চ। দিনটি বাংলাদেশসহ বিশ্বের প্রায় ১১৯টি দেশে যথাযথ মর্যাদায় পালন করা হয়। প্রবাসীরা দিনটি প্রতি বছর গুরুত্বের সঙ্গে পালন করেন। বাংলাদেশের দূতাবাসগুলোতেও তা মর্যাদার সঙ্গে পালিত হয়।

 

মালদ্বীপে বাংলাদেশ জাতীয়তাবাদ দল (বিএনপি) ২৮ মার্চ স্থানীয় সময় রাত সাড়ে দশটায় দেশটি রাজধানী মালে একটি রেস্টুরেন্টে আলোচনা সভা আয়োজন করে। এতে বিএনপি সহ অন্যান্য সহযোগী সংগঠনের প্রবাসী নেতাকর্মী যোগ দেন।

মালদ্বীপ বিএনপির সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপ বিএনপির প্রধান সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ নেহের মিয়া রানা । সহ সভাপতি বাবুল হোসেন, সহসভাপতি, আলতাফ হোসেন, সহ সভাপতি ফারুক হোসেন, সহ সভাপতি মন্ডলির অন্যান্য নেতৃবৃন্দ।

 

মালদ্বীপ বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম এর সঞ্চালনায়,অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম,রবিউল আলম,সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম,প্রচার সম্পাদক খলিলুর রহমান,সহ প্রচার সম্পাদক, হালিম,জয়নাল হোসেন,সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভাপতি তার সমাপনী বক্তৃতায় বলেন, বাংলাদেশের ৫৩তম স্বাধীনতা দিবস এমন একটা সময়ে আমরা উদযাপন করছি, যখন প্রিয় বাংলাদেশের মানুষ এক দুর্বিসহ সময় পার করছে। উন্নয়নের নামে লুটেরা সরকার দেশে চরম আর্থিক এবং রাজনৈতিক সংকট ডেকে এনেছে। দেশের মানুষ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে আজ দিশেহারা। তারা চিড়া-মুড়ি খেয়ে রোজা রাখছেন।

সভাপতি বলেন, মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া ফ্যাসিবাদি সরকার ইতিহাস বদলে দেওয়ার চেষ্টা করছে। তারা স্বাধীনতার ইতিহাস থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম মুছে ফেলার চেষ্টা করছে। নতুন প্রজন্মকে পাঠ্যবইতে বিকৃত ইতিহাস পড়ানো হচ্ছে।

এএনবি২৪ ডট নেট /মাহামুদুল

সর্বশেষ খবর

এনবি ২৪ একটি বহুল পঠিত অনলাইন বাংলা সংবাদপত্র।

© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত – এনবি ২৪

কোডিং এবং ডেভেলপমেন্ট – গ্রোউজ আইটি