মালদ্বীপ প্রতিনিধি।
মালদ্বীপে হাসপাতালে পাচঁ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে না ফেরার দেশে চলে গেলেন মালদ্বীপ প্রবাসী বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা রফিকুল ইসলাম।
বুধবার রাতে ১১:২০ মিনিটে রাজধানী মালের ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতলের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি ব্রেইন স্ট্রোক আক্রান্ত হয়েছিলেন গত শনিবার । মৃত্য কালে তাঁর বয়স হয়েছিল ৪৫ বছর।
রফিকুল ইসলাম এর দেশের বাড়ি চাঁদপুর জেলার কচুয়া উপজেলার গোবিন্দপুর গ্রামের মিয়াজী বাড়ি দশ বছর ধরে মালদ্বীপ প্রবাসী। তিনি একটি কনস্ট্রাকশন কোম্পানিতে সাইট সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।
আরও পড়ুনঃমালদ্বীপে হাইকমিশন অফিসে শেখ রাসেল দিবস ২০২২ উদযাপন।
তার অকাল মৃত্যুতে দেশের বাড়ি ও মালদ্বীপ কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে প্রবাসী স্বজনদের সঙ্গে সহকর্মী ও সামাজিক রাজনৈতিক সংগঠন এর নেতারা হাসপাতালে ছুটে গেছেন।
আরও পড়ুনঃগুরুতর অসুস্থ বাংলাদেশি নাগরিক জাকির হোসেনকে দেশে ফিরে যাওয়ার জন্য টিকেট হস্তান্তর
দেশে তার স্ত্রী ও তিন কন্যা সন্তান রয়েছে।রফিকুল ইসলাম মালদ্বীপ বিএনপির প্রচার সম্পাদক খলিলুর রহমানের ভগ্নিপতি,
মরদেহ আগামী শুক্রবার নাগাদ দেশে পাঠানো জন্য মালিক ও প্রবাসীরা সকলে মিলে চেষ্টা করে যাচ্ছেন বলে জানিয়েছে মরহুমের প্রবাসী স্বজনরা।