Home জাতীয় মালদ্বীপ থেকে ফের সিআইপি নির্বাচিত মোহাম্মদ সোহেল রানা

মালদ্বীপ থেকে ফের সিআইপি নির্বাচিত মোহাম্মদ সোহেল রানা

দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ২০২০ সালের জন্য ৬৭ জন অনিবাসী বাংলাদেশিকে সিআইপি (কমার্শিয়ালি ইম্পর্ট্যান্ট পারসন-বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি) নির্বাচিত করেছে সরকার।

 

 

প্রবাসী সাংবাদিক মাহামুদুল, ও মালদ্বীপ প্রবাসী মনির হোসেন

সোমবার (১২ ডিসেম্বর ) ৬৭ প্রবাসীকে নির্বাচিত করে প্রজ্ঞাপন জারি করে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

 

 

 

নির্বাচিত এই ৬৭ জনের মধ্যে- মালদ্বীপ প্রবাসী বাংলাদেশি বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ সোহেল রানা প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় হতে বিদেশে বাংলাদেশি পণ্যের আমদানিকারক ক্যাটাগরিতে অনিবাসী বাংলাদেশি বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) ২০২০ নির্বাচিত হয়েছেন। মালদ্বীপে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে তাকে অনেক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে।

 

 

দ্বিতীয় সর্বোচ্চ ১৩ জন ওমান প্রবাসীসহ ৬৭ সিআইপি নির্বাচিত হয়েছেন ২০২০ সালের জন্য।

এএনবি২৪ ডট নেট পরিবারের পক্ষথেকে শুভেচ্ছা জানিয়েছেন প্রকাশকঃ এম এইচ কালাম, ভারপ্রাপ্ত সম্পাদক,জাহাঙ্গীর আলম জাবির।

সর্বশেষ খবর

এনবি ২৪ একটি বহুল পঠিত অনলাইন বাংলা সংবাদপত্র।

© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত – এনবি ২৪

কোডিং এবং ডেভেলপমেন্ট – গ্রোউজ আইটি