Home ছবি মালদ্বীপে সেরা রিসোর্ট পুরস্কার পেয়েছে। ওয়ান অ্যান্ড অনলি রিথি রাহ

মালদ্বীপে সেরা রিসোর্ট পুরস্কার পেয়েছে। ওয়ান অ্যান্ড অনলি রিথি রাহ

মালদ্বীপ ট্যুরিজম অ্যাওয়ার্ডে সেরা রিসোর্ট পুরস্কার পেয়েছে।ওয়ান অ্যান্ড অনলি রিথি রাহ।

জাতীয় পর্যটন দিবস উদযাপনের অনুষ্ঠানে রবিবার রাতে ধরুবারুগে মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলিহ মালদ্বীপ পর্যটন অ্যাওয়াড অনুষ্ঠানে এই পুরস্কার তুলেদেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট ফয়সাল নাসিম, পর্যটন মন্ত্রী ড. আবদুল্লাহ মৌসুম এবং মালদ্বীপের গণ্যমান্য ব্যক্তিরা এবং বিভিন্ন রিসোর্ট ও পর্যটন শিল্পের ইন্ডাস্ট্রির চেয়ারম্যান মালিক বৃন্দ।

One&Only Reethi Rah. (Photo/One&Only Reethi Rah)

 

 

এএনবি২৪ ডট নেট /এএনবি২৪ ডট নেট ফেইসবুক পেইজ যুক্ত হতে এখানে কিল্ক করার অনুরোধ রহিলো

সর্বশেষ খবর

এনবি ২৪ একটি বহুল পঠিত অনলাইন বাংলা সংবাদপত্র।

© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত – এনবি ২৪

কোডিং এবং ডেভেলপমেন্ট – গ্রোউজ আইটি