Home জাতীয় মালদ্বীপে হিম্মাফুসি আইল্যান্ডে প্রবাসীদের খোঁজ নিতে, হাইকমিশনের প্রতিনিধি দল।

মালদ্বীপে হিম্মাফুসি আইল্যান্ডে প্রবাসীদের খোঁজ নিতে, হাইকমিশনের প্রতিনিধি দল।

মালদ্বীপ প্রতিনিধি।

মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশনের একটি প্রতিনিধি দল। গত বুধবার (৩০ নভেম্বর) প্রবাসীদের খোঁজখবর নিতে হিম্মাফুসি আইল্যান্ড পরিদর্শন করেছেন। আমদের ভিডিও নিউজ দেখতে সাবস্ক্রাইব করুন এএনবি২৪ ইউটিউব চ্যানেল।

 

হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদের নেতৃত্বে এ সময় হাইকমিশনের প্রথম সচিব মোহাম্মদ সোহেল পারভেজ, কল্যাণ সহকারী জসিম উদ্দিন ও আল মামুন পাঠান উপস্থিত ছিলেন।

 

হিম্মাফুসি আইল্যান্ডে অবস্থিত লাইফ ওয়াটার ও মালদ্বীপ কোয়ালিটি সী ফুড কোম্পানি পরিদর্শন করেন প্রতিনিধি দল । কোম্পানিতে কর্মরত শতাধিক প্রবাসী বাংলাদেশি কর্মীর সঙ্গে মতবিনিময় করা হয়। মালদ্বীপ সহ দেশ বিদেশের সব খবর জানতে,এখানে ক্লিক করে এএনবি২৪ডটনেট ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ।

 

মতবিনিময় সভায় হাইকমিশনার  বৈধ পথে রেমিট্যান্স পাঠানো, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্যপদ গ্রহণ, ই-পাসপোর্ট, স্থানীয় আইন, স্বাস্থ্য সুরক্ষা ইত্যাদি বিষয়ের ওপর গুরুত্বপূর্ণ তথ্য ও নির্দেশনার প্রদানমূলক আলোচনা করেন।

পরে কোম্পানিতে কর্মরত প্রবাসী বাংলাদেশী কর্মীদের আবাসন ও কর্মস্থল ঘুরে দেখেন। সবশেষে হিম্মাফুসি আইল্যান্ড কাউন্সিলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। কাউন্সিলের সঙ্গে আইল্যান্ডে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সুযোগ সুবিধার বিষয়ে আলোচনা হয়।

এ সময় আনডকুমেন্টেড কর্মীদের দ্রুত বৈধকরণের জন্য নিয়োগকর্তাদের অনুরোধ জানানো হয়।

সর্বশেষ খবর

এনবি ২৪ একটি বহুল পঠিত অনলাইন বাংলা সংবাদপত্র।

© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত – এনবি ২৪

কোডিং এবং ডেভেলপমেন্ট – গ্রোউজ আইটি