Home প্রবাস মালদ্বীপে বিনামূল্যে স্বাস্থ্যসেবা অনুষ্ঠানে, গুরুত্বপূর্ণ তথ্য প্রদান

মালদ্বীপে বিনামূল্যে স্বাস্থ্যসেবা অনুষ্ঠানে, গুরুত্বপূর্ণ তথ্য প্রদান

[better-ads type=”banner” banner=”30″ campaign=”none” count=”2″ columns=”1″ orderby=”rand” order=”ASC” align=”right” show-caption=”1″ lazy-load=””][/better-ads]

অভিবাসী সপ্তাহের শেষ দিনে হাইকমিশনের পক্ষ হতে হুলোমালেতে রেড ক্রিসেন্ট কর্তৃক আয়োজিত প্রবাসীদের বিনামূল্যে স্বাস্থ্য সেবা ও অন্যান্য তথ্য সেবা প্রদান সংক্রান্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ।

 

উক্ত অনুষ্ঠানে আগত প্রবাসী বাংলাদেশীদের ওয়েজ আর্নার্স সদস্য পদ গ্রহণ, পাসপোর্ট রিনিউ, বৈধ পথে রেমিটেন্স প্রেরণ, নিজ ব্যাংক একাউন্ট খোলা, বৈধ ভিসা, ইন্সুরেন্স ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়ে তথ্য প্রদান করা হয়।

 

এছাড়াও হাইকমিশনের পক্ষ হতে ডা. সুজন চন্দ্র পাল বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান করেন।

এই সময় উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বিষয়ে গুলোতে প্রবাসীদের দের তথ্য সেবা প্রদান করেন হাইকমিশন অফিসের পক্ষথেকে মিশনের প্রথম সচিব মোহাম্মদ সোহেল পারভেজ,কল্যাণ সহকারী মোঃঃ আল মামুন পাঠান,মোঃ জসিম উদ্দিন।

সর্বশেষ খবর

এনবি ২৪ একটি বহুল পঠিত অনলাইন বাংলা সংবাদপত্র।

© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত – এনবি ২৪

কোডিং এবং ডেভেলপমেন্ট – গ্রোউজ আইটি