মালদ্বীপ প্রবাসীদের প্রিয় দৈনিক যুগান্তর ১ ফেব্রুয়ারি দুই যুগে পদার্পণ করল। দেশে প্রবাসে সবাই বিশেষ করে মালদ্বীপে আমরা অত্যন্ত আনন্দিত উৎসবমুখর পরিবেশে । অনেক বছর ধরে যুগান্তরের সঙ্গে কাজ করছি। সেরা গণমাধ্যমের সম্মাননা অর্জন ও সর্বাধিক প্রচারিত একমাত্র শীর্ষস্থানীয় জাতীয় পত্রিকা যুগান্তর। পত্রিকাটি অনেক পথ পাড়ি দিয়ে আজ এ অবস্থানে এসে দাঁড়িয়েছে।
দৈনিক যুগান্তরে ‘পরবাস’ নামে একটা বিভাগ রয়েছে। প্রবাসে বাংলাদেশি সাংবাদিক, লেখক, কলামিস্ট পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ইচ্ছা করলে এই বিভাগে লিখতে পারেন। প্রবাসীরা তাদের হাসি, সুখ, দুঃখ সব ধরনের লেখা লিখতে পারেন এখানে।
মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার ও কাউন্সিলর থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত যুগান্তরের পরবাস বিভাগ পড়ে থাকেন এবং ফেসবুকে শেয়ার করেন।
মালদ্বীপে প্রবাসীদের পক্ষ থেকে একটাই চাওয়া- যুগান্তর যেভাবে প্রবাসীদের খবর তুলে ধরে তা যেন অব্যাহত থাকে। যুগান্তরের সফলতা কামনা করি।
গত ৬ ফেব্রুয়ারি স্থানীয় সময় রাত এগারো টায়, মালদ্বীপের রাজধানী মালে তান্দুরি ফিল্মস রেস্টুরেন্টে এক কেক কাটা ও দোয়ার আয়োজন করে মালদ্বীপ যুগান্তর পাঠক ফোরাম ।
মালদ্বীপের বাংলাদেশি প্রবাসী আরিফুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে দীর্ঘদিন ধরে মালদ্বীপ থেকে যুগান্তরের সাথে যুক্ত থাকা প্রবাসী লেখক, মোহাম্মদ মাহামুদুল হাসান এর সঞ্চালনায়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপের বিশিষ্ট ব্যাবসায়ী ও রাজনীতিবিদ নেহের মিয়া রানা, খলিলুর রহমান,আলহাজ্ব দুলাল মাতবর, ভিউ কনস্ট্রাকশন চেয়ারম্যান দুলাল হোসেন, ব্যবসায়ী ও রাজনীতিবি জহিরুল ইসলাম,মনির হোসেন ,প্রবাসী সোশ্যাল ওয়াকার এসোসিয়েশনের, সভাপতি, জাকির হোসেন, ব্যাবসায়ী ও রাজনীতিবিদ, আলতাফ হোসেন, নাছির হোসেন, ফারুক হোসেন,আলমগীর হোসেন, খলিলুর রহমান,ক্রীড়াবিদ,মনির হোসেন, প্রবাসী সাংবাদিক, ঢাকা পোস্ট এর মালদ্বীপ প্রতিনিধি,,এমরান হোসেন তালুকদার,নয়া দিগন্তের মালদ্বীপ প্রতিনিধি ওমর ফারুক অনিক,রবিউল আলম,সহ স্থানীয় অন্যান্য প্রতিনিধি বৃন্দ।
ছাড়াও আরও উপস্থিত ছিলেন, হালিম, এনামুল, মোহাম্মদ আলি,সবুজ সহ, বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, পেশাজীবি, সহ অসংখ্য প্রবাসী বাংলাদেশী।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন আলোকিত চাঁদপুর সংগঠন এর নেতা মোহাম্মদ বিলাল হোসেন। কেক কাটা ও দোয়া অনুষ্ঠানের পরে উৎসবমুখর পরিবেশে ফটোসেশান করতে দেখা যায় প্রবাসী বাংলাদেশিদের।