Home আন্তর্জাতিক মালদ্বীপে অগ্নিকাণ্ড ৮ ভারতীয় শ্রমিকের মৃতদেহ দেশে পাঠানো হয়েছে।

মালদ্বীপে অগ্নিকাণ্ড ৮ ভারতীয় শ্রমিকের মৃতদেহ দেশে পাঠানো হয়েছে।

 

গত ১০ নভেম্বর মালে’ মাফান্নু ভয়াবহ অগ্নিকাণ্ডে মারা যাওয়া আট ভারতীয় নাগরিকের মৃতদেহ তাদের পরিবারের কাছে পাঠানো হয়েছে, ভারতীয় হাইকমিশন নিশ্চিত করেছে।

 

গত বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে ইস্কান্দার মাগুতে অবস্থিত এম. নিরুফেহিতে আগুন লাগে। বিল্ডিংয়ের নিচতলায় একটি গাড়ি মেরামতের গ্যারেজ ছিল – যেখান থেকে আগুনের সূত্রপাত ,বিল্ডিংয়ের প্রথম এবং দ্বিতীয় তলায় অভিবাসী শ্রমিকরা থাকতেন।

 

আগুনে ১০ জন অভিবাসী শ্রমিকের মৃত্যু হয়েছে; আটজন ভারতীয় – পাঁচজন পুরুষ এবং তিনজন মহিলা এবং দুইজন বাংলাদেশি – একজন পুরুষ এবং একজন মহিলা। অগ্নিকাণ্ডে একজন বাংলাদেশী পুরুষও গুরুতর আহত হয়েছেন।তিনি চিকিৎসাধীন আছেন।

 

মালদ্বীপে ভারতীয় হাইকমিশন ১৭ নভেম্বর বৃহস্পতিবার একটি টুইট বার্তায় নিশ্চিত করেছে যে অগ্নিকাণ্ডে মারা যাওয়া আট ভারতীয় নাগরিকের মৃতদেহ তাদের পরিবারের কাছে দেশে পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর

এনবি ২৪ একটি বহুল পঠিত অনলাইন বাংলা সংবাদপত্র।

© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত – এনবি ২৪

কোডিং এবং ডেভেলপমেন্ট – গ্রোউজ আইটি