Home প্রবাস মালদ্বীপে যুবদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন।

মালদ্বীপে যুবদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন।

মালদ্বীপ প্রতিনিধি।

 

মালদ্বীপের রাজধানী মালে তান্দুরি  রেস্টুরেন্টে  জাতীয়তাবাদী যুবদলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গত  ২৭ অক্টোবর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

মালদ্বীপ যুবদলের সভাপতি মোঃ আরিফুল ইসলাম-এর সভাপতিত্বে প্রস্তাাবি সাধারণ সম্পাদক সোহেল বিন রাজ্জাক এর সঞ্চালনায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপ বিএনপির সভাপতি  মোহাম্মদ খলিলুর রহমান। বিশেষ অতিথি মোহাম্মদ জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মালদ্বীপ বিএনপি, মনিরুল ইসলাম যুবদল মালদ্বীপ, আবু জাহের মোল্লা, মাসুম রানা যুবদল মালদ্বীপ।

 

 

 

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মালদ্বীপ যুব দলের সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব আল আমিন ,বক্তব্য দেন মিজানুর রহমান। অনুষ্ঠানে বক্তারা বলেন বাংলাদেশের গণতন্ত্র আজ বিপন্ন, মানুষের নিরাপত্তা নেই, ধর্ষণ-খুন-রাহাজানি নিত্য-নৈমিত্তিক ব্যাপারে পরিণত হয়েছে। এহেন অবস্থার অবসানে সুশৃঙ্খল আন্দোলনের বিকল্প নেই। নব্বইয়ের স্বৈরাচারী হটাও আন্দোলনের ন্যায় যুবসমাজকে ঐক্যবদ্ধ হতে হবে। সে আহ্বানেই জাতীয়তাবাদী যুবদল তার প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে মালদ্বীপে। অনুষ্ঠান দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা তাজুল ইসলাম।

উক্ত অনুষ্ঠানে  আরও উপস্থিত ছিলেন মালদ্বীপ যুবদলের প্রচার সম্পাদক মোঃ রিয়াদ,

মাসুদ মুন্না,সুমন মাহমুদ, সুমন প্রধান, মোহাম্মদ  আলী, মনির হোসেন, রমজান আলী, শরিফুল ইসলাম, আরিফুর ইসলাম,  জিহাদ হোসেন, সিয়াম, আল হাসান প্রমুখ।

এএনবি২৪ ডট নেট’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সর্বশেষ খবর

এনবি ২৪ একটি বহুল পঠিত অনলাইন বাংলা সংবাদপত্র।

© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত – এনবি ২৪

কোডিং এবং ডেভেলপমেন্ট – গ্রোউজ আইটি