Home আন্তর্জাতিক মালদ্বীপের বাসাবাড়ির ছাদে নেই ভিনদেশি পতাকা।

মালদ্বীপের বাসাবাড়ির ছাদে নেই ভিনদেশি পতাকা।

শনিবার) ১৯ নভেম্বর মালদ্বীপের রাজধানী মালে অঞ্চলে, ওয়ান নিউজ বিডির মালদ্বীপ প্রতিনিধি রবিউল আলম কে সাথে নিয়ে বাইকে করে প্রতিটি রাস্তায় ঘুরে রাজধানী মালেতে, একটি আর্জেন্টিনা পতাকা উড়তে দেখা গেছে এছাড়া কোনো একটা ভবনে , অফিসে, কিনবা গাছে, কোথাও একটা ভীনদেশী পতাকা দেখতে পেলাম না। যা দেখেছি তাহলো বিভিন্ন দেশের মিশনের অফিসে ও মিশন প্রধান এর বাড়িতে পতাকা উড়তে দেখা গেছে। যা ২৪ ঘন্টা উড়ে ।

 

এছাড়া মালদ্বীপের ভিনদেশী পতাকা উড়তে দেখা যায়নি।

 

  ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন এএনবি২৪  ইউটিউব চ্যানেল।

[bs-white-space]

আরও বিস্তারিত জানতে চোখ রাখুন পত্রিকার।

আপনি আপনার ফেইসবুক পেইজে অটু লাইক বাড়াতে চাইলে এখানে কিল্ক করে রেজিষ্ট্রেশন করুন।

এএনবি২৪ ডট নেট  নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে । তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সকল নিউজ সবার আগে জানতে আমাদের ফেইসবুক পেইজে যুক্ত হতে এখানে কিল্ক করার অনুরোধ রহিলো।

সর্বশেষ খবর

এনবি ২৪ একটি বহুল পঠিত অনলাইন বাংলা সংবাদপত্র।

© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত – এনবি ২৪

কোডিং এবং ডেভেলপমেন্ট – গ্রোউজ আইটি