মালদ্বীপের কুলহুধুফুশি আইল্যান্ডে দুর্ঘটনায় চারজন আহত হয়েছেন।আজ ১৫ মার্চ বুধবার সকাল এগারোটার দিকে কুলহুধুফুশি সিটিতে তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
দুর্ঘটনাস্থলে তিনটি মোটরসাইকেল উল্টে যেতে দেখা গেছে।

ছবি, সংগৃহীত
এই দুর্ঘটনায় এক মধ্যবয়সী মহিলাসহ চারজন আহত হয়েছে।
কুলহুধুফুশি আঞ্চলিক হাসপাতালের মুখপাত্র স্থানীয় গণমাধ্যমকে বলেছে যে হাসপাতালে দুর্ঘটনার আহত চারজন এবং দুর্ঘটনার সময় সংঘর্ষ দেখে অজ্ঞান হয়ে যাওয়া এক ব্যক্তি সহ মোটপাচঁ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দুর্ঘটনায় আহত চারজন কোন দেশের নাগরিক এবং তাদের নাম পরিচয় প্রকাশ করা হয়নি।দুর্ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
উল্লেখ গত কয়েক মাস যাবত এবং চলতি মাসে মালদ্বীপে বিপজ্জনক দুর্ঘটনাযেনো সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।
এএনবি২৪ ডট নেট /মালদ্বীপ ব্যুরো।