Home আন্তর্জাতিক মালদ্বীপের আদমশুমারী বা জনশুমারিতে আপনি কেন সঠিক তথ্য দেবেন?

মালদ্বীপের আদমশুমারী বা জনশুমারিতে আপনি কেন সঠিক তথ্য দেবেন?

আদমশুমারীর জন্য বাড়িতে আসা কর্মীদেরকে অনেকেই তথ্য দিয়ে সাহায্য করতে চান না। অনেকে আবার এটাও ভাবেন যে, এসব তথ্য নিয়ে সরকার তাদের সাথে জালিয়াতি করবে কিনা! আসলে এসবকিছুই ভুল তথ্য। রাষ্ট্রের নাগরিক হিসেবে আপনার নিরাপত্তা এবং সুরক্ষার জন্যই আদমশুমারিতে তথ্য দিয়ে সহায়তা করা উচিত।

 

আদমশুমারিতে দেয়া আপনার তথ্যের ভিত্তিতেই যেকোনো ধরনের সরকারি উন্নয়ন পরিকল্পনা গৃহীত হবে। তাছাড়া প্রত্যেক অঞ্চলে জনসংখ্যার অনুপাতে প্রয়োজনীয় রাস্তাঘাট, স্কুল-কলেজ, হাসপাতাল, ফায়ার সার্ভিস, জন নিরাপত্তা, কর্মসংস্থান, আবাসান ও পরিবহণ ব্যবস্থার উন্নয়নে জাতীয় সম্পদের কতোটুকু বন্ধিত হবে সেই সিদ্ধান্ত গ্রহণের জন্যও আদমশুমারিতে সঠিক তথ্য দেয়া অপরিহার্য।

 

আসুন মালদ্বীপের পরিসংখ্যান ব্যুরোর আয়োজনে আদমশুমারীতে সঠিক তথ্য দিয়ে মালদ্বীপ সরকারের কাজে সহযোগিতা করি।

 

 

আমাদের YouTube চ্যানেলটি সবাইকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি।সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।নিম্নে লিংক দেওয়া👇

 

https://youtube.com/c/anb24net

 

 

সর্বশেষ খবর

এনবি ২৪ একটি বহুল পঠিত অনলাইন বাংলা সংবাদপত্র।

© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত – এনবি ২৪

কোডিং এবং ডেভেলপমেন্ট – গ্রোউজ আইটি