Home জাতীয় মানুষকে মাস্ক পরানোসহ ,বিমানবন্দরগুলোতে করোনাভাইরাস পরীক্ষার নির্দেশ প্রধানমন্ত্রীর

মানুষকে মাস্ক পরানোসহ ,বিমানবন্দরগুলোতে করোনাভাইরাস পরীক্ষার নির্দেশ প্রধানমন্ত্রীর

করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় দেশের বিমানবন্দরগুলোতে টেস্ট করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশেষ করে যেসব দেশে সংক্রমণ বাড়ছে, সেসব দেশ থেকে আসা যাত্রীদের অবশ্যই পরীক্ষা করতে হবে। ভিডিও নিউজ দেখতে সাবস্ক্রাইব করুন এএনবি২৪ ইউটিউব চ্যানেল।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে তিনি এই নির্দেশনা দেন।

পরে বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করে মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার।

 

সচিব জানান, করোনাভাইরাসের নতুন সংক্রমণ এখন পর্যন্ত চীনসহ চারটি দেশে ছড়িয়েছে। এটা যাতে বাংলাদেশে ছড়াতে না পারে সেজন্য সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। মানুষকে মাস্ক পরানোসহ সামাজিক দূরত্ব যাতে মেনে চলে সেজন্য স্থানীয় প্রশাসনকে কাজ করার নির্দেশনা দিয়েছেন তিনি।

 

উল্লেখ্য, চীনে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। ভারতের বিমানবন্দরে বেশ কিছু ব্যক্তির শরীরেও নতুন এই প্রজাতির ভাইরাসের সন্ধান পাওয়া গেছে। ফলে ভারতের সকল সরকারি হাসপাতালগুলোতে শুরু হয়েছে কোভিড ড্রিল। নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ বাড়লে কীভাবে তার মোকাবিলা করা হবে, তা বুঝতেই এই ড্রিল বলে জানানো হয়েছে।

সব খবর জানতে, এখানে ক্লিক করে এএনবি২৪ ডট নেট ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ।

ভারতের পশ্চিমবঙ্গ সরকার জানিয়েছে, ছয়টি পর্যায়ে তারা কোভিড মোকাবিলার ব্যবস্থা করেছে। কোভিড পরীক্ষা বাড়ানো হচ্ছে। জিনোম পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। অক্সিজেনের চাহিদা মেটানোর জন্য অতিরিক্ত অক্সিজেন সিলিন্ডার প্রস্তুত রাখা হচ্ছে।

 

এএনবি২৪ ডট নেট নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে । তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি

সর্বশেষ খবর

এনবি ২৪ একটি বহুল পঠিত অনলাইন বাংলা সংবাদপত্র।

© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত – এনবি ২৪

কোডিং এবং ডেভেলপমেন্ট – গ্রোউজ আইটি