কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অভিনব পন্থায় চারাগাছের গোড়ায় মাটির বদলে গাঁজা পেচিয়ে পাচারকালে মোঃ ইব্রাহিম (২০) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার চান্দলা ইউনিয়নের বড়ধুশিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার হাতে থাকা বাজারের ব্যাগের ভর্তি তিনটি চারাগাছে গোড়ায় নীল রঙের পলিথিনে মোড়ানো দুই কেজি করে মোট ছয় কেজি গাঁজা জব্দ করা হয়।

থানা পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্ব দেন উপপরিদর্শক এসআই ওবায়দুর রহমান।
গ্রেপ্তার হওয়া মো. ইব্রাহিম ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক (দক্ষিণ) গ্রামের বাসিন্দা।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল বলেন, গ্রেপ্তার হওয়া মাদক কারবারি মো. ইব্রাহিমের কাছ থেকে ০২ টি প্লাষ্টিকের বাজারের ব্যাগের মধ্যে রক্ষিত ০১টি আম গাছ, ০১ টি জাম গাছ ও ০১ টি জাম্বুরা গাছের গোড়ায় নীল পলিথিনের ভিতর খাকি কসটেপ দ্বারা মোড়ানো অবস্থায় ০২ কেজি করে মোট ৬ কেজি গাঁজা জব্দ করা হয়।
তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাকে গতকাল শনিবার দুপুরে আদালতে পাঠানো হলে আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।