Home রাজনীতি মধ্যরাতে কেন্দ্রীয় কার্যালয়ে ছুটে গেলেন মির্জা আব্বাস ও গয়েশ্বর

মধ্যরাতে কেন্দ্রীয় কার্যালয়ে ছুটে গেলেন মির্জা আব্বাস ও গয়েশ্বর

শনিবার মধ্যরাত বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে যান দলের জাতীয় স্থায়ী কমিটির দুই শীর্ষ নেতা মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায়। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী কার্যালয়ের ভেতরে ছিলেন। বিষয়টি জানান বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার।

 

প্রায় ২০ মিনিট কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থানের পর বিএনপির এই শীর্ষ ‍দুই নেতা বের হয়ে আসেন। তারা জানান, পার্টি অফিস থেকে জানানো হয়, পুলিশ নেতাকর্মীদের গ্রেপ্তার করছে। পরিস্থিতি দেখার জন্য তারা অফিসে এসেছেন।

দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেন, সন্ধ্যার পর থেকে নয়াপল্টন পার্টি অফিসের সামনে থেকে তাদের ১৫ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। সন্ধ্যা থেকে রাত সাড়ে ১২ টা পর্যন্ত কেন্দ্রীয় কার্যালয় থেকে যে বের হয়েছে; তাকেই গ্রেপ্তার করা হয়েছে। এখনও সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কার্যালয়ের আশপাশে অবস্থান করছে। আপনারা চোখ কান খোলা রাখলে দেখতে পাবেন।

প্রশ্নের জবাবে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, গত ১৫ বছর ধরে এই আইনশৃঙ্খলা বাহিনী আমাদের নেতাকর্মীদের পেছনে লেগে আছে। আজ শান্তিপূর্ণভাবে বড় একটি পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সেখানে তো কোনো ঘটনা ঘটেনি। তাহলে কেন নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে? এদের কোনো কাজ নেই। একজনকে তুলে নিয়ে রাস্তায় ছেড়ে দিলেও তো তাদের কিছু লাভ হয়।

 

পদযাত্রা শেষে শনিবার সন্ধ্যায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের গেট থেকে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ৩ নং সহ-সভাপতি ডা. জাহিদসহ ৫ জনকে গ্রেপ্তার করে পুলিশ। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভীর ব্রিফিং শেষে নেতাকর্মীরা অফিস থেকে বের হওয়ার সময় তাদের আটক করা হয়। এরপর দলীয় অফিসের অবস্থানরত নেতাকর্মীদের মধ্যে গ্রেফতার আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা পার্টি অফিসের ভেতরে অবস্থান নেন। সন্ধ্যা থেকে পার্টি অফিসের আশপাশে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য বাড়ানো হয়। জানা যায়, রাতে ডা. জাহিদকে ছেড়ে দেওয়া হয়। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

সর্বশেষ খবর

এনবি ২৪ একটি বহুল পঠিত অনলাইন বাংলা সংবাদপত্র।

© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত – এনবি ২৪

কোডিং এবং ডেভেলপমেন্ট – গ্রোউজ আইটি