গতকাল কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার সাথে টাইব্রেকারে হেরে বিশ্বকাপ শেষ হয়ে গেছে পাঁচবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ব্রাজিলের।
এই হারের ফলে হেক্সা শিরোপা জয়ের স্বপ্ন আরো চার বছর দীর্ঘায়িত হল সেলেসাওদের। অপ্রত্যাশিত এ হারের পর ব্রাজিল দলে বড় ধরনের রদবদল অনুমতিই ছিল। তবে সেটি শুরু হয়ে গেছে ধারণা থেকেও দ্রুততম সময়ে। ম্যাচের পরপরই ব্যর্থতা মাথায় নিয়ে কোচের পথ থেকে সরে দাঁড়িয়েছেন তিতে।
২০১৬ সালে দুঙ্গার স্থলাভিষিক্ত তিতে গত ছয় বছর ধরে নেইমার-সিলভাদের কোচের দায়িত্ব পালন করে আসছিলেন।তার নেতৃত্বে ২০১৯ সালে কোপা আমেরিকা জিতে ব্রাজিল।