সত্যের সন্ধানে আমরা বিশ্ব জুড়ে
বুড়িচংয়ে মাসিক আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত-anb24net
বুড়িচং ( কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লার বুড়িচং উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসিক আইন শৃংখলা কমিটির সভা ২১ সেপ্টেম্বর বুধবার বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার হালিমা খাতুনের সভাপতিত্বে উপদেষ্টা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. আখলাক হায়দার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মীর হোসেন মিঠু, বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ রহমানের প্রতিনিধি,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম আযম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আবদুল আউয়াল, উপজেলা শিক্ষা অফিসার রওশন আরা, উপজেলা কৃষি অফিসার আফরিণা আক্তারের প্রতিনিধি উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বানিন রায়, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরা, শংকুচাইল বিওপি কমান্ডার, খারেরা বিওপি কমান্ডার, ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার আ: রহিম, ভারেল্লা উত্তর ইউপি চেয়ারম্যান এড. ইস্কান্দার আলী ভুইয়া আমির, বুড়িচং সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ইঞ্জি. জয়নাল আবেদীন, ভারেল্লা দক্ষিন ইউপি চেয়ারম্যান মো. ওমর ফারুক, ষোলনল ইউপি চেয়ারম্যান হাজী বিল্লাল হোসেন, পীরযাত্রাপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. আবু তাহের, রাজাপুর ইউপি চেয়ারম্যান মো. আবুল কাশেম মাস্টার, মোকাম ইউপি চেয়ারম্যান মো. সাহেব আলী, বাকশীমূল ইউপি চেয়ারম্যান আবদুল করিম।
বক্তারা তাদের বক্তব্যে সরকারের মিশন ভিশন বাস্তবায়নের পাশাপাশি মাদকদ্রব্য নিয়ন্ত্রণে সকলের সার্বিক প্রচেষ্টা এবং আরো ঐক্যমতের ভিত্তিতে কাজ করা দরকার বলে মনে করেন।