Free YouTube Subscribers
anb24.net
সত্যের সন্ধানে আমরা বিশ্ব জুড়ে

বুড়িচংয়ে ৫৪ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়েছে

0 20,064

Get real time updates directly on you device, subscribe now.

বুড়িচং, কুমিল্লা প্রতিনিধি।।

রোগমুক্ত ও সুস্থ আগামী প্রজন্ম গড়তে সারাদেশের ন্যায় কুমিল্লার বুড়িচং দিনব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদযাপিত হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে সোমবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৯ টার দিকে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুদের জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাইয়ে ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সাহিদা আক্তার।

 

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সাহিদা আক্তার বলেন, ভিটামিন ‘এ’ দেহের স্বাভাবিক বৃদ্ধিতে সহায়তা করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শিশু মৃত্যুর ঝুঁকি কমায়। ভিটামিন ‘এ’ শিশুর স্বাভাবিক দৃষ্টি শক্তি বজায় রাখে, ফলে শিশু রাতকানা রোগ থেকে রক্ষা পায়। রাতকানা রোগ এবং অন্ধত্ব একটি অপুষ্টিজনিত সমস্যা, যা ভিটামিন ‘এ’ এর অভাবে হয়।

স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মীর হোসেন মিঠুর তত্ত্বাবধানে এসময় উপস্থিত ছিলেন, বুড়িচং থানার ওসি মোঃ ইসমাইল হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রোকসানা খানম মুন্নী। সহযোগিতা করেন,নিউরো মেডিসিন কনসাল টেস্ট ডা: মোঃ মহিউদ্দিন, আবাসিক মেডিকেল অফিসার ডা: মনিরুল ইসলাম,ডা: রবিউল হাসান,ডা: মোর্শেদ , দেলোয়ার হোসেন, গাজীউল হাসান আজগর, গোলাম রাব্বানীসহ দপ্তরের অন্যান্য কর্মকর্তা- কর্মচারী গন। জানা যায়, এবার বুড়িচং উপজেলায় লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল ০১-৫বছর বয়সী শিশুকে ৪৭ হাজার ও ০৬- ১ বছর বয়সী ৭ হাজার শিশুকে নীল রঙের ১ টি করে ক্যাপসুল খাওয়ানো সহ মোট ৫৪ হাজার শিশুকে এবার ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানো হয়েছে।

 

এএনবি২৪ ডট নেট / গাজী জাহাঙ্গীর আলম জাবির,

Get real time updates directly on you device, subscribe now.

Leave A Reply

Your email address will not be published.