বুড়িচং, কুমিল্লা প্রতিনিধি।।
রোববার সকালে কুমিল্লার বুড়িচং উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে বিশ্ব মা দিবস উদযাপন উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা,মায়ের উপর সৃজনশীল কবিতা ও ছড়া রচয়িতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার এর সভাপতিত্বে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা আক্তার জোহরার পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শাহজালাল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাহেদুল আলম চৌধুরী, সমাজ সেবা অফিসার মোঃ আব্দুল আউয়াল, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ রাসেল সারওয়ার, সমবায় কর্মকর্তা শাহনাজ পারভীন, উপজেলা তথ্য আপা খাদিজা আক্তার, প্রধান শিক্ষক আব্দুর রশিদ, মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের অফিস সহায়ক আব্দুস সাত্তার, প্রশিক্ষক মোসা. হালিমা আক্তার, মোঃ জসিম উদ্দিন, জাহানারা বেগম প্রমুখ। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুলের শিক্ষক, ছাত্র /ছাত্রী ও বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা কর্মচারী গণ। অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার।
এএনবি২৪ ডট নেট/জাবির