Home কুমিল্লা খবর বুড়িচংয়ে পিকআপ ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

বুড়িচংয়ে পিকআপ ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি।।

কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের পাঁচোড়া উচ্চ বিদ্যালয়ের সামনে পিকআপ ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেলের  আরোহী নিহত হয়েছে।

 

সোমবার দুপুরে কুমিল্লা-বাগড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যাক্তির নাম গাজী মোঃ সাব্বির ওরফে সবুজ। এসময় পিক আপের চালক পালিয়ে যায়।নিহত মোঃ সাব্বির ওরফে সবুজ (৩১) উপজেলার ষোলনল ইউনিয়ন এর মহিষ মারা গ্রামের আব্দুস সামাদ পিন্টুর ছেলে ।

 

জানা গেছে, সাব্বির গত ৩ দিন হল ফুড পান্ডায় চাকুরী নিয়ে কাজ করছিল। পুলিশ ও স্থানীয় বিদ্যালয়ের শিক্ষক মোঃ আমিনুল ইসলাম জানান -সোমবার দুপুর ১২ টায় কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়ন এর কুমিল্লা – বাগড়া সড়কের পাঁচোড়া উচ্চ বিদ্যালয়ের সামনে শশীদল থেকে কুমিল্লা গামী একটি মালবাহী পিক আপ এবং  বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ফলে মোটর সাইকেল চালক মারাত্মক ভাবে আহত হয়।

 

স্থানীয় লোকজন আহত মোটর সাইকেল চালককে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেয়ার পথে তিনি মারা যান। অপর দিকে পিক আপের চালক পালিয়ে যায় ।

‌বুড়িচং থানার ওসি মোঃ মারুফ রহমান জানান দুর্ঘটনার খবর পেয়ে বুড়িচং থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত দুটি যান বাহন উদ্ধার করে থানায় নিয়ে আসে। থানায় এ ঘটনায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

সর্বশেষ খবর

এনবি ২৪ একটি বহুল পঠিত অনলাইন বাংলা সংবাদপত্র।

© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত – এনবি ২৪

কোডিং এবং ডেভেলপমেন্ট – গ্রোউজ আইটি