Home কুমিল্লা খবরবুড়িচং থানা বুড়িচংয়ে পরিবার কল্যাণ ও প্রচার সপ্তাহ উপলক্ষে এডভোকেসি সভা অনুষ্টিত

বুড়িচংয়ে পরিবার কল্যাণ ও প্রচার সপ্তাহ উপলক্ষে এডভোকেসি সভা অনুষ্টিত

 

 

 


সময়মতো নিলে পরিবার পরিকল্পনা পদ্ধতি শিশু ও মাতৃ স্বাস্থ্যের হবে উন্নতি, এই প্রতিপাদ্য বিষয়কে কেন্দ্র করে কুমিল্লার বুড়িচং উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে

 

সোমবার দুপুরে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ ১৭ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বর উদযাপন উপলক্ষে পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে এক এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

 

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আখলাক হায়দার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুন এবং পরিচালনা করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রোকসানা খানম মুন্নী।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  মোঃ ছামিউল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ মীর হোসেন মিঠু।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মেডিকেল অফিসার ডা  একে এম হেদায়েত উল্লাহ।

আরও উপস্থিত ছিলেন পীরযাত্রাপুর পরিবার কল্যাণ ইনচার্জ যথাক্রমে  ডা মোঃ শামীমুল ইসলাম বাবুল,ডা. লুৎফুর রহমান স্বপন, ডা. জয়নাল আবেদীন ভূইয়া, ডা. শিরিন আক্তার, ডা. ফখরুল আলম,  পরিবার পরিকল্পনা অফিস সহকারী মদিনা পিয়ারী, মোঃ অলি উল্লাহ,  পরিকল্পনা পরিদর্শক যথাক্রমে মোঃ গোলাম সামদানী, মোঃ আওলাদ হোসেন, মোঃ শাহ আলম, রবিউল আউয়াল,ভিজিটর শাহনাজ বেগম স্বপনা ও  সালমা আক্তার প্রমুখ। এসময় সকল ইউনিয়ন পরিবার পরিকল্পনা ও পরিবার পরিকল্যাণ কেন্দ্রের কর্মকর্তা ও পরিদর্শক পরিদর্শিকাগণ উপস্থিত ছিলেন।

এএনবি২৪ ডট নেট /গাজী জাহাঙ্গীর আলম জাবির।

সর্বশেষ খবর

এনবি ২৪ একটি বহুল পঠিত অনলাইন বাংলা সংবাদপত্র।

© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত – এনবি ২৪

কোডিং এবং ডেভেলপমেন্ট – গ্রোউজ আইটি