Home কুমিল্লা খবর বুড়িচংয়ে উষা’র উদ্যোগে মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

বুড়িচংয়ে উষা’র উদ্যোগে মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

বুড়িচং, কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লার বুড়িচং উপজেলার মেডিক্যাল, ইঞ্জিনিয়ারিং ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের অরাজনৈতিক সংগঠন অর্গানাইজেশন ফর স্টুডেন্টস এডভান্সমেন্ট (উষা)’র উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার ২৩ ডিসেম্বর সকাল ৯ টা থেকে বুড়িচং উপজেলার আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়, কালী নারায়ন বালিকা উচ্চ বিদ্যালয়, রামপুর উচ্চ বিদ্যালয়, মোর্শেদা বেগম উচ্চ বিদ্যালয় ও কালিকাপুর আবদুল মতিন খসরু সরকারি কলেজ কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয়েছে।

 

উষা মেধাবৃত্তি’র আহবায়ক কুমিল্লা বিশ্ববিদ্যালের মার্কেটিং বিভাগের প্রফেসর ডক্টর মোহাম্মদ সোলায়মান জানান, বুড়িচং উপজেলার বিভিন্ন বিদ্যালয় থেকে মেধাবৃত্তি পরীক্ষায় পঞ্চম ও অষ্টম শ্রেণির ১ হাজার ৪ শত শিক্ষার্থী অংশগ্রহন করেন। শান্তিপূর্ন ভাবে উপজেলার বিভিন্ন কেন্দ্রে পরীক্ষা সম্পন্ন হয়েছে। পরীক্ষার খাতা মূল্যায়ন শেষে উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে বৃত্তির অর্থ ও সম্মাননা প্রদান করা হবে।

এসময় উপস্থিত ছিলেন, অর্গানাইজেশন ফর স্টুডেন্টস এডভান্সমেন্ট (উষা)’র সভাপতি মোঃ তরীফুল ইসলাম ও নাজমুল হাসান রনি।

 

এএনবি২৪ডটনেট/গাজী জাহাঙ্গীর আলম জাবির।।

এনবি ২৪ একটি বহুল পঠিত অনলাইন বাংলা সংবাদপত্র।

© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত – এনবি ২৪

কোডিং এবং ডেভেলপমেন্ট – গ্রোউজ আইটি