Home কুমিল্লা খবর বুড়িচংয়ে আর্জেন্টিনার খেলা চলাকালে স্ট্রোক করে এক সমর্থকের মৃত্যু

বুড়িচংয়ে আর্জেন্টিনার খেলা চলাকালে স্ট্রোক করে এক সমর্থকের মৃত্যু

, বুড়িচং, কুমিল্লা প্রতিনিধি।।

 

কুমিল্লার বুড়িচংয়ে টিভিতে ফুটবল বিশ্বকাপ আর্জেন্টিনার খেলা দেখার শেষ মুহূর্তে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন এক আর্জেন্টাইন সমর্থক।

তার নাম কাউসার জাভেদ কাকন (৪০)। খেলার শেষ দুইমিনিটের সময় আর্জেন্টিনার পরাজয় যখন প্রায় নিশ্চিত তখনই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

মঙ্গলবার (২২ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে জেলার বুড়িচং উপজেলার নিমসারের শিকারপুর জুনাব আলী চেয়ারম্যান বাড়িতে এ ঘটনা ঘটে। তিনি, ৩ সন্তানের জনক। কাকন কুমিল্লা শহরের রেইসকোর্স এলাকার বাসিন্দা। গ্রামের বাড়িতে পরিবারের অন্যদের সাথে বসে খেলা দেখছিলেন ।
কাউসার জাভেদ কাকনের ভাই আনোয়ার পারভেজ মামুন জানান, তার ভাই আর্জেন্টাইন সমর্থক। মঙ্গলবার বিকেলে কুমিল্লার নিমসারের শিকারপুরে জুনাব আলী চেয়ারম্যান বাড়িতে সবাই মিলে খেলা দেখছিলেন।
খেলা শেষ হওয়ার দুই মিনিট আগে আর্জেন্টিনার পরাজয় যখন প্রায় নিশ্চিত, তখন তিনি হৃদরোগে আক্রন্ত হন। কিছুক্ষণের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়েন ।

এএনবি২৪ডটনেট/ গাজী জাহাঙ্গীর আলম জাবির।।

সর্বশেষ খবর

এনবি ২৪ একটি বহুল পঠিত অনলাইন বাংলা সংবাদপত্র।

© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত – এনবি ২৪

কোডিং এবং ডেভেলপমেন্ট – গ্রোউজ আইটি