Home কুমিল্লা খবর বুড়িচংয়ের গোসাইপুর মাদ্রাসার সুপারের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

বুড়িচংয়ের গোসাইপুর মাদ্রাসার সুপারের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

বুড়িচং(কুমিল্লা) প্রতিনিধি।।

 

কুমিল্লার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের গোসাইপুর কে.জি.কে ইসলামীয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ সফিকুর রহমান ভূঁইয়ার উপর সন্ত্রাসী কবির হোসেনের অতর্কিত হামলার তীব্র নিন্দা  প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন  ও বিক্ষোভ মিছিল করা হয়েছে।

 

(৩০ জানুয়ারি ২০২৩) সোমবার দুপুরে গোসাইপুর কে.জি.কে ইসলামীয় দাখিল মাদ্রাসার শিক্ষক- শিক্ষার্থী,কর্মচারী ও ম্যানেজিং কমিটি উদ্যোগে আগানগর ও পোষ্ট অফিস সড়কের মাদ্রাসার সামনে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ রফিকুল ইসলাম মেম্বার, সদস্য এম হাবিবুর রহমান, কবির হোসেন, মোঃ শাহ জালাল,বুড়িচং ইসলামীয়া সুন্নিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মাওলানা মোঃ আবুল হোসেন আল কাদেরী,সহকারী প্রধান শিক্ষক মৌলভী মোঃ আবু মুছা,শিক্ষক প্রতিনিধি মোঃ হোসেন, সহকারী শিক্ষক সেলিনা আক্তার, মোঃ হুমায়ুন কবির,কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগ নেতা জালাল উদ্দীন, হাজী ফজলুর রহমান ভূইয়া, সাইফুল ইসলাম ভূইয়া, আবুল কালাম, বাবুল মিয়া, ফরিদ উদ্দিন ভূইয়া, সহকারী শিক্ষক আমিনুল ইসলাম, মফিজুল ইসলাম, রাফেজা সুলতানা, মোঃ আব্দুল আজিজ,মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্র মোঃ রায়হান,ছাত্রী নুসরাত জাহান, মনির হোসেন, কবির হোসেনসহ আরো অনেকে।

উক্ত মানববন্ধনে মাদ্রাসার প্রায় পাঁচ শাতাধিক ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন। বক্তারা ,গত শনিবার গোসাইপুর মাদ্রাসার সুপারের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে প্রশাসনের নিকট অপরাধীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানানো হয়।

 

এএনবি২৪ ডট নেট/গাজী জাহাঙ্গীর আলম জাবির।

সর্বশেষ খবর

এনবি ২৪ একটি বহুল পঠিত অনলাইন বাংলা সংবাদপত্র।

© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত – এনবি ২৪

কোডিং এবং ডেভেলপমেন্ট – গ্রোউজ আইটি