Home জাতীয় বুড়িচংয়ের কংশনগর বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতি গ্রন্থদের মাঝ এড. আবুল হাসেম খান এমপির নগদ অর্থ ও চাউল বিতরণ

বুড়িচংয়ের কংশনগর বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতি গ্রন্থদের মাঝ এড. আবুল হাসেম খান এমপির নগদ অর্থ ও চাউল বিতরণ

বুড়িচং, কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লা সিলেট মহাসড়কের পাশে অবস্থিত বুড়িচং উপজেলার ঐতিহ্যবাহী কংশনগর বাজারে গত বুধবার দিবাগত রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৮ টি ব্যবসা প্রতিষ্ঠানের নগদ টাকাসহ সমস্ত মালামাল পুড়ে ভস্মীভূত হয়ে যাওয়া ঘটনাস্থল পরিদর্শন করেন কুমিল্লা -৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল হাসেম খান এমপি। আগুন পুড়ে ক্ষতিগ্রস্ত ১৮ টি ব্যবসা প্রতিষ্ঠানের ৫৮ জন মালিক কর্মচারী কে জনপ্রতি ৩০ কেজি করে চাউল বিতরণ করেন।

 

এছাড়া ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবু জাহেরের ব্যক্তিগত তহবিল থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য নগদ ২ লাখ টাকা এবং কংশনগর বাজারের ব্যবসায়ী হাফেজ মো: জাহাঙ্গীর আলম নগদ ২৫ হাজার টাকা সহ মোট ২ লাখ ২৫ হাজার টাকা বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবুল হাসেম খান এমপি ব্যবসায়ীদের মাঝে এই নগদ অর্থ বিতরণ করেন।

অ্যাডভোকেট আবুল হাসেম খান এমপি অগ্নিকান্ডের ফলে ক্ষতি গ্রস্থ বাজার পরিদর্শন করে ব্যবসায়ীদের কে সরকারি সাহায্য সহযোগিতার করার আশ্বাস দেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আখলাক হায়দার, ভারেল্লা উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইস্কান্দার আলী আমীর ভূইয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলিফ রায়হান হামিদ, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, বাজার কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, আওয়ামী লীগ নেতা আরিফুর রহমান, রফিকুল ইসলাম মাষ্টার, আজমীর হোসেন, হাজী মোঃ সেলিম, ইকবাল হোসেন মেম্বার, বিশিষ্ট ব্যবসায়ী হাফেজ মো: জাহাঙ্গীর আলম,ডা. লিল মিয়া, মোর্শেদ আলম সাবেক মেম্বার প্রমূখ।

এনবি ২৪ একটি বহুল পঠিত অনলাইন বাংলা সংবাদপত্র।

© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত – এনবি ২৪

কোডিং এবং ডেভেলপমেন্ট – গ্রোউজ আইটি