Free YouTube Subscribers
anb24.net
সত্যের সন্ধানে আমরা বিশ্ব জুড়ে

বিশ্বের ১২০টি দেশের মধ্যে সবচেয়ে নিরাপদ দেশ সিঙ্গাপুর অনিরাপদ আফগানিস্তান

0 66

Get real time updates directly on you device, subscribe now.

গ্যালআপ আইন ও শাসন ইনডেস্কের সর্বশেষ প্রকাশিত র‌্যাংকিংয়ে বিশ্বের সবচেয়ে অনিরাপদ দেশ হিসেবে জায়গা হয়েছে আফগানিস্তানের। অন্যদিকে বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশের তকমা পেয়েছে সিঙ্গাপুর।

 

 

১২০টি দেশের সাধারণ মানুষের ওপর চালানো জরিপের ওপর ভিত্তিতে এ র্যা ঙ্কিং করেছে গ্যালআপ। নিজ দেশে ‘নিরাপত্তা বোধ’ নিয়ে এসব মানুষের কাছে প্রশ্ন করা হয়েছিল।

২৬ অক্টোবর প্রকাশিত রিপোর্টে ১২০টি দেশের মধ্যে ৫১ স্কোর গড়ে আফগানিস্তানের ঠাঁই হয়েছে তলানিতে। অন্যদিকে ৯৬ স্কোর গড়ে সিঙ্গাপুর সবচেয়ে নিরাপদ দেশের স্থানে জায়গা করে নিয়েছে।

এই জরিপে বাংলাদেশ পেয়েছে ৭৯ স্কোর। বাংলাদেশের সমান একই স্কোর পেয়েছে যুক্তরাজ্য, আলজেরিয়া, মলদোভা, গ্রিস ও কিরগিজস্তান।

 

 

গ্যালআপের জরিপে বিশ্বের সবচেয়ে নিরাপদ ১০ দেশ-

সিঙ্গাপুর, তাজিকিস্তান, নরওয়ে, সুইজারল্যান্ড, ইন্দোনেশিয়া, মিশর, আরব আমিরাত, ফিনল্যান্ড, আইসল্যান্ড ও পর্তুগাল।

গ্যালআপের জরিপে বিশ্বের সবচেয়ে অনিরাপদ ১০ দেশ-

আফগানিস্তান, গ্যাবন, ভেনেজুয়েলা, কঙ্গো, সিয়েরা লিওন, জাম্বিয়া, উগান্ডা, দক্ষিণ আফ্রিকা, ক্যামেরুন, মালি ও কেনিয়া।

 

 

Get real time updates directly on you device, subscribe now.

Leave A Reply

Your email address will not be published.