Home সারাদেশ বিরামপুরে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বিরামপুরে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

 

দিনাজপুরের বিরামপুরে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২২ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদের অডিটোরিয়াম সভাকক্ষে এই  সভা অনুষ্ঠিত হয়।

 

উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পরিমল কুমার সরকারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী, উপজেলা ভাইস চেয়ারম্যানদ্বয় ক্রমানুসারে উম্মে কুলসুম বানু, মেসবাউল ইসলাম মন্ডল, বিরামপুর সরকারি কলেজের অধ্যক্ষ (ভারঃ) অদৈত্য কুমার অপু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুর আলম, বিরামপুর মহিলা কলেজর উপাধ্যক্ষ মেসবাউল হক, উপজেলা আ,লীগের সহ-সভাপতি শিবেশ কুন্ডু ও নাড়ু গোপাল কুন্ডু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক মাস্টার, সাবেক ডিপুটি কমান্ড বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, বিরামপুর প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক হাফিজ উদ্দিন সরকার প্রমুখ।

 

এসময় স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি,স্থানীয় গণ্যমান ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষক, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ আরও অনেকে উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর

এনবি ২৪ একটি বহুল পঠিত অনলাইন বাংলা সংবাদপত্র।

© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত – এনবি ২৪

কোডিং এবং ডেভেলপমেন্ট – গ্রোউজ আইটি