বিগত ৪ বছরে পর্যটন খাতে হাজার হাজার কর্মসংস্থান সৃষ্টি হয়েছে: রাষ্ট্রপতি

 

রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সোলিহ রবিবার বলেছেন যে গত চার বছরে মালদ্বীপের পর্যটন শিল্পে হাজার হাজার নতুন কাজের সুযোগ তৈরি হয়েছে।  ১ম জাতীয় পর্যটন দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি এ মন্তব্য করেন।

 

 

প্রেসিডেন্ট সোহিল  বলেন মালদ্বীপে ১৭ নভেম্বর, ২০১৮ এবং ২০ সেপ্টেম্বর, ২০২২ এর মধ্যে ৩৩ টি নতুন রিসোর্ট এবং  ৪৭১টি গেস্টহাউস খোলা হয়েছে৷ তিনি বলেন যে  এই ৪৩৮৫ টি কক্ষ বা ১৬৭৮৩ টি শয্যা পর্যটন-সম্পর্কিত খাতে হাজার হাজার কর্মসংস্থান তৈরি করেছে৷

 

 

এএনবি২৪ ডট নেট’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।