বারেশ্বর উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

(বুড়িচং-ব্রাহ্মণপাড়ার উন্নয়ন হবে সমানভাবে-এম এ জাহের এমপি)

বুড়িচং উপজেলার ঐতিহ্যবাহী বারেশ্বর উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব এম এ জাহের বলেন- দল মত নির্বিশেষে বুড়িচং ব্রাহ্মণপাড়া উপজেলার সকল উন্নয়ন কর্মকাণ্ড পরচালিত হবে। বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি করতে হবে।
তিনি বলেন, ১৯৩৫ সালের প্রতিষ্ঠানকে ভবন না দিয়ে ২০১৫ সালের শিক্ষা প্রতিষ্ঠানকে ভবন দেয়া উচিত নয়। লেখাপড়ার পাশাপাশি প্রাচীণ শিক্ষা প্রতিষ্ঠানকে মূল্যায়ন করা উচিত। যারা আমাকে ভোট দিয়েছেন এবং ভোট দিতে পারেন নাই আজ সকলে আমার নিকট সমান। আমার দরজা আপনাদের যে কোন প্রয়োজনে খোলা।

বারেশ্বর উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. শরীফুল ইসলাম (সোহেল) এর সভাপতিত্বে গতকাল ২২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকালে স্কুল মাঠে অনুষ্ঠিত নতুন ভবন উদ্বোধন ও অভিভাক সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, বুড়িচং উপজেলা পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা আখলাক হায়দার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবদুল মান্নান, সাহেবাবাদ ইউপির চেয়ারম্যান মো. মনির হোসেন চৌধুরী, ছাত্রলীগ নেতা আলিফ আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ছায়েদুল ইসলাম।

বিশিষ্ট ব্যবসায়ী মো. সালাউদ্দীন এর উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মো. তাজুল ইসলাম জজু মিয়া, মো. বাবুল চৌধুরী, বারেশ্বর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন শিক্ষক যথাক্রমে সহকারী প্রধান শিক্ষক মো. কামরুল হাসান, মো. জসিম উদ্দীন মাস্টার, সাংবাদিক আলমগীর হোসেন, মো. মাসুকুল আলম, বীরমুক্তিযোদ্ধা মো. নান্নু মিয়ার সুযোগ্য কন্যা খন্দকার উম্মে কুলসুম লিপি।

উপস্থিত ছিলেন বিদ্যোৎসাহী সদস্য মো. অহিদুর রহমান, মো. জামশেদ আলম, কাজী নাজমুল হক, মো. গিয়াস উদ্দীন, জহির চৌধুরী, বিদ্যালয়ের অভিভাবক সদস্য যথাক্রমে মো. আলী আহাম্মদ, মো. হুমায়ুন কবির, মো, গোলাম নবী, মো. দেলোয়ার হোসেন খন্দকার সুমন, জাহাঙ্গীর আলম, মো. রবিউল, সংরক্ষিত মহিলা সদস্য মো. নাছরিন আক্তার, শিক্ষক প্রতিনিধি মো. নজরুল ইসলাম, মাও. মো. মিজানুর রহামন, – মোসা, শাহানাজ আক্তার, মো. গিয়াস উদ্দীন সহ বিদ্যালয়ের অন্যান্য সকল শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ এবং ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।