Home আন্তর্জাতিক ফ্রান্সের রাজধানী প্যারিসে বন্দুকধারীর গুলিতে নিহত ৩

ফ্রান্সের রাজধানী প্যারিসে বন্দুকধারীর গুলিতে নিহত ৩

ফ্রান্সের রাজধানী প্যারিসের কেন্দ্রস্থলে এক বন্দুকধারীর গুলিতে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৪ জন আহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

শুক্রবার সকালে একটি কুর্দি সাংস্কৃতিক কেন্দ্র ও সেলুনের কাছে এ গুলির ঘটনা ঘটে। খবর বিবিসির।

[better-ads type=”banner” banner=”none” campaign=”none” count=”2″ columns=”1″ orderby=”rand” order=”ASC” align=”right” show-caption=”1″ lazy-load=””][/better-ads]

ঘটনার পরপরই সন্দেহভাজন ৬৯ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সন্দেহভাজন ব্যক্তি ফরাসি নাগরিক। আগের দুটি হত্যাচেষ্টার ঘটনায় পুলিশের নজরে এসেছিলেন তিনি। তবে আজকের হামলার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি প্যারিস পুলিশ। এ ঘটনায় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

 

প্রত্যক্ষদর্শীরা বলেন, ঘটনায় সাত থেকে আটটি গুলির শব্দ শোনা যায়। আহত ব্যক্তিদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। অপর দুজনের অবস্থাও বেশ খারাপ।

পুলিশ কোনো বাধা ছাড়াই সন্দেহভাজন হামলাকারীকে আটক করে। তার কাছ থেকে হামলায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

সর্বশেষ খবর

এনবি ২৪ একটি বহুল পঠিত অনলাইন বাংলা সংবাদপত্র।

© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত – এনবি ২৪

কোডিং এবং ডেভেলপমেন্ট – গ্রোউজ আইটি