বলিউডের আবেদনময়ী অভিনেত্রীদের কথা চিন্তা করলেই প্রথম সারিতে যার নাম উঠে আসে তিনি সানি লিওন। সিনেমা, মিউজিক ভিডিও বা আইটেম সং—সব জায়গাতেই তার বর্ণিল পদচারণা।
প্রায় সময় ছুটি কাটাতে অনেক তারকা মালদ্বীপ আসেন লাস্যময়ী এ অভিনেত্রী। ছুটির আমেজে বিভিন্ন ছবি শেয়ার করেছেন তার অগণিত ফলোয়ারের জন্য। সেখান থেকেই কিছু ছবি থাকছে এএনবি২৪ ডট নেট পাঠকদের জন্য।
১২ সেপ্টেম্বর মালদ্বীপে পৌঁছেছেন সানি। সেদিন রাতে কিছু ছবি পোস্ট করে লিখেছেন, ‘মালদ্বীপে প্রথম দিন’।
মালদ্বীপে পৌঁছেই সৈকতে রোদ পোহাতে বেরিয়ে পড়েছিলেন বলিউডের এ আইটেম সং গার্ল।
দ্বীপরাষ্ট্রে এ সুন্দরীর সময়টা যে বেশ কাটছে, তা বলাই বাহুল্য। দারুণ কিছু মুহূর্ত তিনি ক্যামেরাবন্দি করেছেন।
সম্প্রতি মুক্তি পেয়েছে সানির আসন্ন সিনেমার টিজার। ‘ওহ মাই ঘোস্ট’ নামে সিনেমাটির টিজার বেশ সাড়া ফেলেছে ভক্তদের মাঝে।
মালদ্বীপে সূর্যাস্তের সময় সমুদ্র সৈকতে দারুণ রুপে দেখা গেছে লাস্যময়ী এ বলিউড সেনসেশনকে।
মালদ্বীপে গিয়ে সানবাথটা যে তার একদম পারফেক্ট হয়েছে তা বোঝা যাচ্ছে সানির ফেসবুকে শেয়ার করা ছবিগুলোতেই। মালদ্বীপের ফুরাভেরি রিসোর্টেই কাটছে তার ছুটির দিনগুলো