সত্যের সন্ধানে আমরা বিশ্ব জুড়ে
ফকির বাজার ইসলামিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার প্রাক্তন ছাত্র সংসদ এর ঈদ পুনর্মিলনী ও আহবায়ক কমিটি গঠন
বুড়িচং, কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লার বুড়িচং উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ফকির বাজার ইসলামিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার সাবেক ছাত্র/ছাত্রীদের সংগঠন “প্রাক্তন ছাত্র সংসদ” এর পূর্ণ গঠন উপলক্ষে গত ২৩ এপ্রিল, রবিবার আহ্বায়ক কমিটি গঠন,ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা কাজী মোঃ আবুল বাশার আল কাদরীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, মাওলানা মোঃ রফিজ উদ্দিন, সাংবাদিক ও কলামিস্ট গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির, মাওলানা মোঃ মিজানুর রহমান তাহেরী, মাওলানা মোঃ মাহবুবুর রহমান, মাওলানা মোঃ নুরুল ইসলাম সুমন, মাওলানা ডা: এম এ কাদের খান, মাওলানা কাজী মোঃ আল ইমরান, মোঃ সাইদুর রহমান, মুহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী, মোঃ আবুল হাশেম, মাওলানা কাজী মোঃ আবু কাউছার শাহপুরী , মোঃ আবুল হাসান, মোহাম্মদ মহিউদ্দিন, মোঃ মাহমুদুল হাছান কালাম , মোঃ গোলাম জিলানী, মাওলানা কাজী মোস্তাফিজুর রহমান বাশারি, মোস্তফা কামাল খান ও কাজী মোঃ ইকবাল হোসেন প্রমুখ।
পরে, শিক্ষার উন্নয়নে, আকিদ্বার বিশুদ্ধতা রক্ষায় এবং মাদ্রাসার সুনাম অক্ষুন্ন রেখে ইসলামী ইতিহাস- ঐতিহ্য তুলে ধরার লক্ষ্যে মাদ্রাসার সাবেক ছাত্র/ছাত্রীদের সংগঠন “প্রাক্তন ছাত্র সংসদ ” এর পূর্ণাঙ্গ কমিটি গঠনের স্বার্থে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
কমিটির আহ্বায়ক মাওলানা মোঃ মিজানুর রহমান তাহেরী,যুগ্ন আহ্বায়ক যথাক্রমে সাংবাদিক গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির ও মাওলানা মোঃ নুরুল ইসলাম সুমন, সদস্য সচিব মাওলানা কাজী মোঃ আল ইমরান, সদস্য মোঃ সাইদুর রহমান, মোঃ আবুল হাশেম,ডা: মোঃ এম এ কাদের খান, মুহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী, মাওলানা কাজী মোঃ আবু কাউছার শাহপুরী, হাফেজ মুহাম্মদ হুমায়ুন কবির ও মাওলানা মোঃ ওমর ফারুককে সদস্য করে ১১ সদস্যের একটি কমিটি ঘোষণা করেন অনুষ্ঠানের সভাপতি অধ্যক্ষ মাওলানা মুফতি কাজী মোঃ আবুল বাশার আল কাদরী ।
অপর এক সিদ্ধান্তে আগামী ঈদুল আজহার পরের দিন সকাল ১০ টায় পরবর্তী সভা আহ্বান করা হয়।
এএনবি২৪ ডট নেট \মাহামুদুল