কুমিল্লার দেবিদ্বারে একটি পরিত্যক্ত জমি থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে দেবিদ্বার মডেল মসজিদের পূর্বদিকের বড়আলমপু সংযোগ সড়কের পাশে পরিত্যক্ত একটি জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি। এ বিষয়টি নিশ্চিত করেছেন দেবিদ্বার থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ শাহিনুল ইসলাম।
স্থানীয়রা জানান, সোমবার সকালে পৌর এলাকার বড়আলমপুর গ্রামের কুমিল্লা-সিলেট মহাসড়কের দিকে চলাচলের সময় পথচারীরা পরিত্যক্ত জমিতে মরদেহটি পড়ে থাকতে দেখে। কাছে গিয়ে দেখে মরদেহটির গায়ে মাছি ভনভন করছে। চোখ দুটি খোলা, পরনে লুঙ্গি, পায়ে একটি ক্ষত চিহ্ন। হাত পা সাদা হয়ে আছে। মাথার কাছেই পরে আছে কিছু জামাকাপড়। পরে সকাল ৯টার টার দিকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।
দেবিদ্বার থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ শাহিনুল ইসলাম বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের নাম পরিচয় জানা যায়নি। স্থানীয় লোকজনের সাথে কথা বলে ধারণা করা হচ্ছে লোকটি মানসিক ভারসাম্যহীন ছিলেন। গতকাল বিকেলেও ঘটনাস্থলের আশেপাশে তাকে ঘুরাঘুরি করতে দেখা গেছে। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।
সূত্র: কুমিল্লার কাগজ