কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে দলকে গতিশীল এবং সু সংগঠিত করতে ওয়ার্ড কমিটি করার প্রস্তুতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ( ৬ ডিসেম্বর ) কালিকার বাজারের একটি কমিউনিটি সেন্টারে বাকশিমুল ইউনিয়ন যুবদলের উদ্যাগে এই সভা অনুষ্ঠিত হয়েছে।
- আরও পড়ুন
- কুমিল্লার বুড়িচং উপজেলা বিএনপির সভাপতির সঙ্গে ৯ ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের প্রতিনিধি সম্মেলন
- আমাকে দিয়ে যেনো কারো ক্ষতি না হয়, বিএনপি নেতা জসিম উদ্দিন
বাকশীমূল ইউনিয়ন যুবদলের আহবায়ক এ,কে এম,শাহজাহান তার বক্তব্যে গত ৩০ নভেম্বর বাকশীমূল ইউনিয়নের কর্মী সমাবেশে আসার সময় একটি মিছিলে নৌকা নৌকা বলে শ্লোগান দিয়েছিল কিছু দুষ্কৃতি কারী। এই শ্লোগানের তীব্র নিন্দা জানিয়ে শাহজাহান বলেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কোন নেতাকর্মী যেনো আমাদের অনুষ্ঠানে এসে আমাদের মাঝে বিভ্রান্ত সৃষ্টি করতে না পারে এ বিষয়ে সকলকে সজাগ থাকতে হবে ।
যুবদলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার : মোঃ মাহবুব আলম এর সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বুড়িচং উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রহিম খান লিটন,সাবেক ছাত্রনেতা ও যুবদলের নেতা সাদ্দাম হোসেন,ইউনিয়ন যুবদলের সিঃ যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম, সোহেল, টিটু মাষ্টার , মোঃ কাউছার , তৌফিকুল ইসলাম নিশর , নাছির উদ্দীনসহ ইউনিয়ন যুবদলের বিভিন্ন ওয়ার্ড থেকে আসা নেতৃবৃন্দ।