সত্যের সন্ধানে আমরা বিশ্ব জুড়ে
নেপালে ভূমিধসে অন্তত ১৪ জন নিহত ও ৭ জন আহত হয়েছে। এ ঘটনায় এখনো ১০ জন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। শনিবার কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
প্রবল বৃষ্টির কারণে পশ্চিম নেপালের আছাম জেলার বিভিন্ন জায়গায় এই ভূমিধসের ঘটনা ঘটে।
তাতে চাপা পড়েই মৃত্যু হয়েছে ১৪ জনের। উদ্ধারকারীরা ধ্বংসাবশেষের নিচে থেকে আহত ও নিহতদের উদ্ধার করা হয়েছে।
স্থানীয় গণমাধ্যমের ছবিতে দেখা যায়, উদ্ধারকারীরা চাপা পড়াদের উদ্ধারে খালি হাতে খুড়ছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বর্ষার সময়ে নেপালের এই অংশটিতে আকস্মিক বন্যা ও ভূমিধস প্রায়ই ঘটে। বন্যা ও ভূমিধসে এ বছর ইতিমধ্যে ৪৮ জন নিহত ও ১২ জন নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে।