আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, সংবিধান অনুযায়ীই নির্বাচন হবে। বলেন, ‘আমাদের বক্তব্য অভিন্ন, প্রত্যেক দেশে গণতান্ত্রিক দেশে নির্বাচনের বিষয়টি একই রকম। নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করে।’
[bs-white-space]
বৃহস্পতিবার দুপুরে ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ওবায়দুল কাদের বলেন, ব্রিটিশ হাই কমিশনার নির্বাচন কিভাবে হবে তা জানতে এসেছিলেন। সবই রাজনৈতিক বিষয়। সরকারের ভূমিকা কি হবে? অংশগ্রহণমূলক হবে কি না? এসব বিষয়ে কথা হয়েছে।
তিনি জানান, প্রধান বিরোধী দল এবং আওয়ামী লীগ গত ডিসেম্বর থেকেই নানান কর্মসূচি পালন করে আসছে। বিরোধী দলের সাথে সরকারি দলেন কোন সংঘাত বা সংঘর্ষ হয়নি। গত কয়েক দিনে কয়েকটি জায়গায় এমন ঘটনা ঘটেছে। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে বলা হয়েছে।
[bs-white-space]
‘এসব ঘটনায় যারা জড়িত তাদের তো ছেড়ে দেয়া যাবে না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন ১১ হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। সেই তালিকা সামনে আনার আহবান জানাচ্ছি।’
কাদের বলেন, ‘ব্রিটিশ হাই কমিশনারকে জিজ্ঞাস করা হয়েছে, তাদের দেশে নির্বাচনের সময় কি প্রধানমন্ত্রী পদত্যাগ করে?’
আরও পড়ুন: সন্ত্রাসী রাজনীতি করে ক্ষমতায় থাকতে চায় আওয়ামী লীগ
[better-ads]
তিনি বলেন, বিএনপির দাবির সাথে বিদেশীদের বক্তব্যে সুর এক নয়। সুষ্ঠু নির্বাচন সবারই চাওয়া। সরকারও তাই চায়। বিএনপির এক দফায় বলছে, তারা তো এবারও নির্বাচনে আসার কথা বলছে না।