Home ছবি ভাইরাল হতেই এই কাণ্ড-নিজের গাড়িতে নাবালক ছাত্রের সঙ্গে চূড়ান্ত সঙ্গম শিক্ষিকার!

ভাইরাল হতেই এই কাণ্ড-নিজের গাড়িতে নাবালক ছাত্রের সঙ্গে চূড়ান্ত সঙ্গম শিক্ষিকার!

ছাত্র ও শিক্ষক বা শিক্ষিকার সম্পর্ককে বলা হয় সব থেকে মহান সম্পর্ক! কিন্তু সে যুগ আর আছে কই! আজ কাল মাঝে মধ্যেই ছাত্র-ছাত্রীদের যৌন নির্যাতনের ঘটনা সামনে আসে।

দেখা যায় এই সব জঘন্য অপরাধের পিছনে থাকে ওই ছাত্র ছাত্রীদের শিক্ষক শিক্ষিকারাই। সম্প্রতি তেমন এক ঘটনায় নড়েচড়ে বসেছে গোটা দুনিয়া। তীব্র নিন্দা চলছে সোশ্যাল মাধ্যম জুড়ে।

 

জানা যায় ২৪ বছর বয়সী অ্যানা লেহ ডিটর নামের এক শিক্ষিকা ভয়াবহ কাণ্ড ঘটিয়ে ফেলেছে। কিছুদিন আগেই সহ শিক্ষিকার পদে চাকরি পান ওই শিক্ষিকা। প্রথম থেকেই তাঁর গতিবিধি সন্দেহ জনক ছিল। জানা যায় ওই শিক্ষিকা নাবালক ছাত্রের সঙ্গে জোর করে যৌন সম্পর্ক করেন। ছাত্রকে নিজের গাড়িতে নিয়ে সঙ্গম করেন। এর পরেই ওই ছাত্রকে নীল ছবির ভিডিও ও নিজের ন্যুড ছবি পাঠাতে থাকে। তবে বেশিদিন চলে না এই জোর জুলুম।

 

গোটা ঘটনা জানাজানি হতেই গ্রেফতার করা হয় ওই মহিলাকে। তাকে বাটলার কান্ট্রি জেলে রাখা হয়। সব দোষ স্বীকার করেছেন ওই মহিলা। এই ঘটনার পর আমেরিকার ওই স্কুল নিয়ে প্রশ্ন উঠেছে। সন্তানদের নিরাপত্তা নিয়ে চিন্তায় অভিভাবকরা। যদিও প্রধান শিক্ষক একটি সাক্ষাৎকারে জানান, তাঁরা এমন ঘটনা যেন আর না ঘটে সে দিকে নজর রাখবেন! আপাতত এই খবর তুমুল ভাইরাল।

সর্বশেষ খবর

এনবি ২৪ একটি বহুল পঠিত অনলাইন বাংলা সংবাদপত্র।

© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত – এনবি ২৪

কোডিং এবং ডেভেলপমেন্ট – গ্রোউজ আইটি