Home আন্তর্জাতিক নিউজিল্যান্ডের বন্দুকধারীর গুলিতে হতাহতের ঘটনা ঘটেছে

নিউজিল্যান্ডের বন্দুকধারীর গুলিতে হতাহতের ঘটনা ঘটেছে

নিউজিল্যান্ডের অকল্যান্ডে ফিফা নারী বিশ্বকাপ ফুটবল শুরুর কয়েক ঘণ্টা আগে বন্দুক হামলায় দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন পুলিশ কর্মকর্তাসহ অন্তত ছয়জন। এ সময় পুলিশের পাল্টা গুলিতে হামলাকারীও মারা গেছেন।

 

স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে এ হামলার ঘটনা ঘটে। হতাহত ও বন্দুকধারীর পরিচয় জানা যায়নি। খবর বিবিসির।

পুলিশ বলছে, একটি নির্মাণাধীন ভবনে এই হামলার ঘটনা ঘটে। এ সময় পুলিশ তার পিছু নেয় এবং পাল্টা গুলি চালায়। পরে হামলাকারীকে মৃতাবস্থায় পাওয়া যায়।

এ হামলাকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে দেখা হচ্ছে না উল্লেখ করে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স বলেন, এ ঘটনা নারী ফুটবল বিশ্বকাপে কোনো প্রভাব ফেলবে না।

 

পুলিশকে ধন্যবাদ জানিয়ে তিনি আরও বলেন, পুলিশ সাহসিকতার সঙ্গে দ্রুত ব্যবস্থা নিয়েছে। ফলে বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি।

অকল্যান্ডের মেয়র ওয়েন ব্রাউন জানিয়েছেন, ফিফার সব কর্মী এবং ফুটবল দল নিরাপদে রয়েছেন।

খেলোয়াড়দের নিরাপত্তায় অকল্যান্ডে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

[bs-white-space]

এ বছর নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া যৌথভাবে নবম নারী বিশ্বকাপের আয়োজক। উদ্বোধনী ম্যাচে বৃহস্পতিবার অকল্যান্ডের ইডেন পার্কে মুখোমুখি হবে স্বাগতিক নিউজিল্যান্ড ও নরওয়ে।

সর্বশেষ খবর

এনবি ২৪ একটি বহুল পঠিত অনলাইন বাংলা সংবাদপত্র।

© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত – এনবি ২৪

কোডিং এবং ডেভেলপমেন্ট – গ্রোউজ আইটি