নাটোরের নলডাঙ্গায় তিনদিন ব্যাপি কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠি শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তির চেক ও বাইসাইকেল বিতরণ করলেন-নাটোর-নলডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। ফজলে রাব্বীর রির্পোটঃ
নাটোরের নলডাঙ্গায় তিনদিন ব্যাপি কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠি ১৭০ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তির চেক ও বাইসাইকেল বিতরণ বিতরণ করা হয়েছে।
রোববার বেলা ১১ টার দিকে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করেন নাটোর-নলডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোজিনা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন,জেলা কৃষি প্রশিক্ষণ অফিসার ইয়াচিন আলী,উপজেলা কৃষি কর্মকর্তা ফৌজিয়া ফেরদৌস,নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম,উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আলীম প্রমুখ।
মেলায় ১৪ টি ষ্টলে বিভিন্ন ফুল ও ফলদ গাছ এবং নতুন নতুন কৃষি প্রযুক্তি প্রদর্শন করা হয়।মেলায় তিন জন কৃষক কে ৩টি পাওয়ার পেসার ও একটি ধান কাটা কম্বাইন হার্ভেসার বিতরণ করেন।
এছারা দুপুরে উপজেলা পরিষদ চত্বরে পিছিয়ে পড়া জনগোষ্ঠি ক্ষুদ্র নৃ-গোষ্ঠি শিক্ষার্থীদের ১৭০ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপবৃত্তি ও ২০ টি বাই সাইকেল বিতরণ করেন সাংসদ শফিকুল ইসলাম শিমুল।৬ জন ভিক্ষক কে পূর্ণবাসনের দোকান ঘর ও মুদি খাদ্য সামগ্রীর পণ্য বিতরণ করেন।
এএনবি২৪ ডট নেট /ফ,রাব্বী,নলডাঙ্গা,নাটোর।