নলডাঙ্গা (নাটোর)প্রতিনিধিঃ
নাটোরের নলডাঙ্গার বিপ্রবেলঘরিয়া ইউনিয়নের হরিদাখলসী গ্রামে অভিযান পরিচালনা করে পাখি শিকারের প্রায় ৫০০ মিটার জাল উদ্ধার করেছে নলডাঙ্গায় উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সন্ধায় উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রোজিনা আক্তারের নেতৃত্বে অভিযানে অংশ নেয়,বিবিসিএফ অন্তভুক্ত সংগঠন,সবুজ বাংলার সদস্যরা।
হরিদাখলসী কুমিল্লা পাড়া কুড়িল বিল থেকে জাল উদ্ধার করে হরিদাখলসী বাজারে আগুন দিয়ে পুড়িয়ে ধবংস করা হয়।
অভিযান শেষে উপস্থিত জনসাধারণকে উপজেলা নির্বাহী অফিসার বলেন,গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। বন্যপ্রাণী রক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে। অভিযানে উপস্থিত ছিলে অত্র ওয়ার্ডে ইউপি সদস্য মোজাম্মেল হক সহ স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।
এএনবি২৪ডটনেট/কালাম।