Home সারাদেশ নলডাঙ্গায় ডিজিটাল উদ্ভাবনী মেলা ও কৃষি উপকরণ বিতরণ।

নলডাঙ্গায় ডিজিটাল উদ্ভাবনী মেলা ও কৃষি উপকরণ বিতরণ।

নাটোরে ডিজিটাল উদ্ভাবনী মেলা ও কৃষি উপকরণ বিতরণ প্রযুক্তি নির্ভর জীবন যাত্রায় জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে নাটোরের নলডাঙ্গায় ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে।

 

মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধন করেন নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।

 

উদ্ভাবন,ডিজিটাল সেবা,হাতের মুঠোয় সেবা এবং শিক্ষা ও কর্মসংস্থান এই চারটি বিষয়ভিত্তিক প্যাভিলিয়নের ২৫টি স্টলের মাধ্যমে মেলা প্রদর্শিত হচ্ছে। শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয়েছে প্রযুক্তি বিষয়ক প্রতিযোগিতা।

এ সময় শফিকুল ইসলাম শিমুল সরকারের প্রণোদনা কর্মসূচির আওতায় ২,৬১০ জন কৃষকদের মাঝে ২০২২-২৩ অর্থ বছরে রবি মৌসুমে গম, ভূট্টা, সরিষা, শীতকালীন পেঁয়াজ, মুগ, মসুর খেসারী ও রাসায়নিক সার এবং ৫০% ভূর্তুকিতে ২টি কম্বাইন হার্ভেষ্টার মেশিন বিতরণ করেন।

 

কৃষি উপকরণ বিতরণকালে সাংসদ শফিকুল ইসলাম শিমুল বলেন,ডিজিটাল বাংলাদেশের টেকসই লক্ষ্যমাত্রা অর্জনে ২০৩০ সালের মধ্যে মডেল এসডিজি রাস্ট্র এবং ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সরকার উদ্যোগ গ্রহণ করেছে। প্রযুক্তি দক্ষতা বৃদ্ধির সাথে সাথে কৃষি ও কৃষকদের জীবনমান উন্নয়নের সর্বদা নিরলসভাবে কাজ করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এএনবি২৪ডটনেট/ফজলে রাব্বী,নলডাঙ্গা,নাটোর।

সর্বশেষ খবর

এনবি ২৪ একটি বহুল পঠিত অনলাইন বাংলা সংবাদপত্র।

© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত – এনবি ২৪

কোডিং এবং ডেভেলপমেন্ট – গ্রোউজ আইটি