ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, কোনো দেশের নাম উল্লেখ না করলেও শুধুমাত্র তাদেরই সেনা রয়েছে দ্বীপরাষ্ট্রে।
দায়িত্ব নিয়েই তিনি নিজ দেশ থেকে বিদেশি সেনা সরিয়ে দেবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন মালদ্বীপের নবনির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। তিনি বলেন, ‘মালদ্বীপে থাকা বিদেশি রাষ্ট্রের সেনাদের আমরা আইন মেনে ফেরত পাঠাব। এবং অবশ্যই আমরা এটা করব।’
গত সোমবার রাতে দেওয়া এক ভাষণে মুইজ্জু বলেন, যারা সেনাবাহিনী নিয়ে এসেছেন তারা হয়তো ফেরত পাঠাতে চান না। তবে মালদ্বীপের জনগণ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে।শনিবার দ্বিতীয় দফার প্রেসিডেন্ট নির্বাচনে জয় পান বিরোধীদল প্রোগ্রেসিভ অ্যালায়েন্স কোয়ালিশনের নেতা মোহাম্মদ মুইজ্জু। পরাজয় স্বীকার করে তাকে অভিনন্দন জানান বর্তমান প্রেসিডেন্ট ভারতপন্থী ইব্রাহিম মোহামেদ সোলিহ।
৪৫ বছর বয়সী মোহাম্মদ মুইজ্জু চীনপন্থী হিসেবে পরিচিত। তিনি চীনের সঙ্গে সম্পর্ক উন্নত করার ওপরেই জোর দিচ্ছেন। গত ৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত প্রথম দফার নির্বাচনেও এগিয়ে ছিলেন। সেইবার মোহাম্মদ মুইজ্জু ৪৬ শতাংশ ভোট পেয়েছিলেন এবং ইব্রাহিম মোহাম্মদ সোলিহ পান ৩৯ শতাংশ ভোট।
তার নির্বাচনী প্রচারে দলের শ্লোগান ছিল ‘ইন্ডিয়া আউট’ (অর্থাৎ ভারত মালদ্বীপ ছাড়ো)। সেসময় মুইজ্জু অঙ্গীকার করেন যে তিনি ক্ষমতায় এলে দেশ থেকে ভারতীয় সেনাদের দেশ থেকে সরাবেন। সেইসঙ্গে বাণিজ্য সম্পর্কেও ভারসাম্য আনবেন।