Home আন্তর্জাতিক দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বেশি মানুষ শরণার্থী হয়েছে ইউক্রেন যুদ্ধে,জাতিসংঘ

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বেশি মানুষ শরণার্থী হয়েছে ইউক্রেন যুদ্ধে,জাতিসংঘ

 অনলাইন ডেস্ক,  

এরই মধ্যে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার ১০৫ দিন গড়িয়েছে। গত ৩ জুন রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ১০০তম দিন ছিল। এই একশ দিন যেন ইউক্রেনবাসীর কাছে একশ বছরের মতো অতিক্রান্ত সময়ের থেকেও বেশি। কত মানুষ মারা গেল, জন্মভূমি থেকে বিতাড়িত হয়ে লক্ষ মানুষ হলো উদ্বাস্তু।

 

জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) জানিয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বেশি মানুষ শরণার্থী হয়েছে ইউক্রেন যুদ্ধে। এ তথ্য জানিয়েছে আল জাজিরা ও ডয়চে ভেলে।

জার্মানিতে ইউএনএইচসিআরের প্রতিনিধি ক্যাথরিনা লাম্প বলেছেন, ইউক্রেন ছেড়ে ৭ দশমিক ৯ মিলিয়ন লোক পালিয়েছে। ৫ দশমিক ৯ মিলিয়ন লোক অভ্যন্তরীণভাবে ঘর ছেড়েছে।

বাস্তুচ্যুতদের সংখ্যা প্রায় ১৪ মিলিয়ন, যা দেশটির মোট জনসংখ্যা ৪১ মিলিয়নের তিন ভাগের এক ভাগেরও বেশি।

ইউএনএইচসিআর এর আগে জানিয়েছিল ২০২২ সালের সেপ্টেম্বরে ১৮ মিলিয়ন লোকের মানবিক সহায়তা প্রয়োজন। এই দ্বন্দ্বে ৬ মিলিয়নের বেশি লোক ঘরছাড়া হয়েছে। নভেম্বরে ইউরোপজুড়ে ইউক্রেনের শরণার্থীর সংখ্যা ছিল ৭ দশমিক ৮ মিলিয়ন।

 

সর্বশেষ খবর

এনবি ২৪ একটি বহুল পঠিত অনলাইন বাংলা সংবাদপত্র।

© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত – এনবি ২৪

কোডিং এবং ডেভেলপমেন্ট – গ্রোউজ আইটি