দেশের মসজিদের সকল ইমাম,খতিব,মুয়াজ্জিন,খাদেমের কল্যাণে কাজ করবে,

মুফতি মাওলানা মোহাম্মদ এহছানুল হক জেহাদী মুজাদ্দেদী

মুফতি মাওলানা মোহাম্মদ এহছানুল হক জেহাদী মুজাদ্দেদী

সারা বাংলাদেশে জাতীয় পর্যায়ে ইসলামিক ফাউন্ডেশন এর বিবেচনায় শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত কুমিল্লার লাকসাম আউশপাড়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা মোহাম্মদ এহছানুল হক জেহাদী মুজাদ্দেদী তিনি তার ফেইসবুক পোস্ট এএনবি২৪ ডট নেট এর পাঠকদের জন্য তুলে ধরা হলো।

প্রিয় বাংলাদেশ মসজিদের শহর। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হিসাবে এদেশে সাড়ে ৩ লক্ষ মসজিদ রয়েছে, ইসলামিক ফাউন্ডেশনের জরিপে। বিভাগীয় শহরে ইমাম, খতিব, মুয়াজ্জিন, খাদেম সাহেবগণ মাসিক মোটামোটি ভালো সম্মানী পান। অনেক মসজিদে উনাদের সম্মানী নামমাত্র, অনেক কম। এছাড়া জেলা, উপজেলা, গ্রামে-গন্জে, মফস্বলে লক্ষ লক্ষ ইমাম খতিব মুয়াজ্জিন খাদেমদের পরিবার নিজেদের জীবন যাপন, সংসার পরিচালনা করছেন অনেক কষ্ট করে।

সারা বাংলাদেশের মসজিদের খিদমতদার এ সকল সম্মানিতদের কল্যাণে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে ইমামদের সরকারী অনুদানে ভালো সম্মানী আদায়ের জন্য খিদমত করতে চাই।

বর্তমান বাজারদর বিবেচনায়
১.সম্মানিত খতিব সাহেব
২.ইমাম সাহেব
৩.মুয়াজ্জিন সাহেব
৪.খাদিম১ সাহেব
৫.খাদিম২ সাহেব

উনাদের সম্মানী কত হওয়া উচিত? কিভাবে কাজ করলে দেশবাসী সকলের জন্য কল্যাণকর হবে,
এ বিষয়ে সকলের মতামত সু-পরামর্শ কামনা করছি।