Free YouTube Subscribers
anb24.net
সত্যের সন্ধানে আমরা বিশ্ব জুড়ে

দেশের জনসংখ্যা ১৬ কোটি ৯৭,৪৭৭ বেড়েছে ৪৫ লাখ ৪১৮৬২ জন।

বেড়েছে ৪৫ লাখ ৪১ হাজার ৮৬২ জন।

0 49

Get real time updates directly on you device, subscribe now.

ডেস্ক নিউজ :

বাংলাদেশের জনসংখ্যা নিয়ে জনশুমারি ও গৃহগণনার চূড়ান্ত প্রতিবেদন প্রকাশিত হয়েছে। বর্তমানে দেশের জনসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ কোটি ৯৭ লাখ ৪৭৭ জনে। এর আগে সাময়িক হিসাবে যা ছিল ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৬১৬ জন।

 

চূড়ান্ত ফলাফলে জনসংখ্যা বেড়েছে ৪৫ লাখ ৪১ হাজার ৮৬২ জন।

২০২২ সালের ২৭ জুলাই বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রথম ডিজিটাল ‘জনশুমারি ও গৃহগণনা ২০২২’-এর প্রাথমিক প্রতিবেদন বলা হয়েছিল, বাংলাদেশের জনসংখ্যা ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৬১৬ জন। এর মধ্যে পুরুষ আট কোটি ১৭ লাখ ১২ হাজার ৮২৪ জন, নারী আট কোটি ৩৩ লাখ ৪৭ হাজার ২০৬ জন এবং তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী ১২ হাজার ৬২৯ জন।

 

সেসময় প্রতিবেদনে আরও বলা হয়, স্বাধীনতার পর ১৯৭৪ সালে অনুষ্ঠিত প্রথম শুমারিতে দেশের জনসংখ্যা ছিল ৭ কোটি ১৫ লাখ। এরপর ১৯৮১ সালে জনশুমারি অনুষ্ঠিত হয়। ওই সময় মোট জনসংখ্যা বেড়ে দাঁড়ায় আট কোটি ৭১ লাখ ১৯ হাজার ৯৬৫ জনে। ১৯৯১ সালে দেশে মোট জনসংখ্যা বেড়ে দাঁড়ায় ১০ কোটি ৬৩ লাখে।

২০০১ সালে দেশের জনসংখ্যা ছিল ১২ কোটি ২৪ লাখ। ২০১১ সালের জনশুমারিতে গড় জনসংখ্যার বৃদ্ধির হার ছিল ১ দশমিক ৩৭। জনসংখ্যার ঘনত্ব বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১১৯ জন। দেশের জনসংখ্যা বেড়ে হয়েছে ১৪ কোটি ৪০ লাখ।

এএনবি২৪ ডট নেট, /

Get real time updates directly on you device, subscribe now.

Leave A Reply

Your email address will not be published.