ফ্রান্সের প্যারিসের আইফেল টাওয়ারের ওপর ঘুমন্ত অবস্থায় পাওয়া গেল দুই পর্যটককে। আইফেল টাওয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, ওই দুই মার্কিন পর্যটক মদ্যপ অবস্থায় ‘নাক ডেকে’ ঘুমোচ্ছিল।
স্থানীয় সময় সোমবার (১৪ আগস্ট) ভোরে আইফেল টাওয়ার খোলার আগে তল্লাশির সময় নিরাপত্তারক্ষীদের নজরে আসে দুই পর্যটক ঘুমিয়ে রয়েছেন। ফায়ার সার্ভিস কর্মীদের তৎপরতায় দুই পর্যটককে নামানো হয়।
জানা গেছে, স্থানীয় সময় রবিবার রাতে নিরাপত্তা বেষ্টনি এড়িয়ে দুই পর্যটক আইফেল টাওয়ারে উঠে পড়েছিলেন। দুই পর্যটককে উদ্ধার করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়। দুই পর্যটকের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ দায়ের হতে পারে।

Eiffel Tower
এই কাণ্ডের জেরে সোমবার সকালে আইফেল টাওয়ার জনসাধারণের জন্য খুলে দিতে প্রায় এক ঘণ্টা দেরি হয়। প্রসঙ্গত, গত শনিবার আইফেল টাওয়ারে বোমা রয়েছে বলে হুমকি ফোন এসেছিল।

Eiffel Tower
সূত্র: দ্যা গার্ডিয়ান।