বুধবার ২৭ সেপ্টেম্বর তেল পরিবহনে ব্যবহৃত থিলাফুশি লেগুনের অভ্যন্তরে নৌকায় আগুন লাগে
মালদ্বীপের ন্যাশনাল ডিফেন্স ফোর্স (এমএনডিএফ) জানিয়েছে, খবর পেয়ে তাদের ফায়ার অ্যান্ড রেসকিউ টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
তেল পরিবহনে ব্যবহৃত নৌকাটি থিলাফুশি লেগুনের অভ্যন্তরে আটকে থাকা অবস্থায় আগুন ধরে যায় বলে এমএনডিএফ জানিয়েছে।
আরও পড়ুন মালদ্বীপ প্রবাসী রুবেল ২ বছর ধরে নিখোঁজ
আগুন লাগার সময় নৌকাটিতে কতজন ছিলেন তা জানা যায়নি। তবে এমএনডিএফ জানিয়েছে, নৌকায় থাকা কোনো ব্যক্তি আহত হওয়ার খবর তারা পাননি।